Thursday, August 21, 2025

আত্মপ্রচারে মগ্ন মোদি: স্টেডিয়ামের পর এবার নিজ নামে ট্রেন! উদ্বোধন ‘নমো ভারত’-এর

Date:

‘আত্মপ্রশংসা’, ‘আত্মপ্রচার’ বরাবরই প্রিয় বিষয় ‘আত্মকেন্দ্রিক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই ধারা অব্যাহত রেখে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার নিজের নামে ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লি থেকে মিরাট পর্যন্ত দেশের প্রথম সেমি হাইস্পিড রিজিওনাল রেল বা র‌্যাপিডএক্স পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। তবে তাঁর এই আত্মপ্রচার নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

ইতিমধ্যে পদ্মফুলের নতুন একটি প্রজাতি তাঁর নাম এবং পদবির আদ্যক্ষর জুড়ে রাখা হয়েছে ‘নমো ১০৮’। এছাড়াও আমদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে ফেলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামকরণ হয়েছে, যা গোটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। সেই তালিকায় এবার যুক্ত হল নিজের নামে ট্রেন। বন্দে ভারতের সঙ্গে নাম মিলিয়েই এই ট্রেনটির নাম রাখা হয়েছে নমো ভারত। জানা গেছে, এই ট্রেন চলবে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে। উত্তরপ্রদেশের সাহিদাবাদ থেকে দুহাই ডিপো, ৫টি স্টেশনে থামবে এই ট্রেন। উদ্বোধনের পরবর্তী সময়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলছেন। মোদির সঙ্গে কথোপকথন কালে, যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

কিন্তু ট্রেনের নাম ‘নমো ভারত’ রাখা নিয়ে বিতর্ক চরম আকার নিতে শুরু কয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারার ভয়ে প্রধানমন্ত্রী মরিয়া হয়ে এভাবে আত্মপ্রচার করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকারি পয়সায় কেন্দ্রীয় সরকার রীতিমতো ব্যক্তিপ্রচার চালাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। সুর চড়িয়েছে কংগ্রেসও। হাত শিবিরের নেতা পবন খেরা প্রশ্ন তুলেছেন, ‘ভারত নামটাই বা আর রাখার দরকার কোথায়? এবার দেশের নামটা বদলে নমো করে দেওয়া হোক। তাহলেই ষোলোকলা পূর্ণ হয়ে যাবে!’ মোদিকে কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ‘নমো পদ্মফুল, নমো স্টেডিয়ামের পর এবার নমো ট্রেন। সত্যিই প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের কোনও সীমা-পরিসীমা নেই!’

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version