Wednesday, November 12, 2025

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কীভাবে রিডিম করবেন?

Date:

ভারতের মাটিতে চলছে আইসিসি ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে ইডেন গার্ডেন্স পেয়েছে পাঁচটি ম্যাচ। ২৮ অক্টোবর ক্রিকেটের নন্দন কাননে প্রথম ম্যাচ। টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। অনলাইনে টিকিট প্রায় শেষ। কিন্তু টিকিট কাটলেই তো হবে না? রিডিম করতে হবে। পাশাপাশি সিএবি-র প্রচুর সদস্য রয়েছেন তাঁরা কীভাবে টিকিট পাবেন? তা নিয়েই বিজ্ঞপ্তি দিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ইডেনে খেলবে ৫ নভেম্বর। সেই ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। যারা টিকিট কেটেছেন তাঁরা ২ নভেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ইডেনের ৫,৬,৭ ও ৮ নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের। আর সদস্যরা ২১ অক্টোবর বেলা ১১টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ অন করে টিকিট নিতে পারেন। সদস্যদের ক্ষেত্রে টিকিট শেষ হওয়া পর্যন্ত সুযোগ থাকবে। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে ২৮ অক্টোবর। সেই ম্যাচের টিকিট রিডিম করতে হলে ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ইডেনের ৫,৬,৭ ও ৮ নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের। আর সদস্যরা ২১ অক্টোবর বেলা ১১টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ অন করে টিকিট নিতে পারেন। সেই দিনই মেম্বারদের দেওয়া হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটও।

এবারেই প্রথমবার ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে। পাশাপাশি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান তৃতীয় ম্যাচে পাকিস্তান ও চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। ফলে টিকিটের চাহিদা আরো বাড়ছে ভারতের ম্যাচে। তার উপর বৃহস্পতিবার বিরাট কোহলি সেঞ্চুরি পাওয়ায় উৎসাহ আরও বেড়ে গিয়েছে। শুভমন গিল, বিরাট, বুমরাহ, রোহিতদের দেখার জন্য মুখিয়ে কলকাতাবাসী।

রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে গতবারের রানার্সরা। কিউয়িদের হারাতে পারলে ভারতের সামনেও শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে।

আরও পড়ুন:মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় বাঙালিয়ানার মেজাজে অভিনেত্রী কাজল!

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version