সবার জীবন সমৃদ্ধি আর ভালবাসায় পূর্ণ হোক: মহাষ্টমীতে প্রার্থনা অভিষেকের

মহাষ্টমীতে X হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

মহাষ্টমী মানেই দুর্গাপুজোর মাঝামাঝি। আপামর বাঙালির হৃদয়ে আনন্দের জোয়ার। এদিন বাংলার মানুষকে শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। তিনি লেখেন, “শুভ মহাষ্টমী! দুর্গা অষ্টমীর শুভ দিনে, আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অষ্টমীর অঞ্জলির মাধ্যমে মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনকে ভালবাসা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দিয়ে পূর্ণ করুক।”

মহাষ্টমী সকালে মণ্ডপে মণ্ডপে হয়েছে পুষ্পাঞ্জলি। এরপর ভোগ খাওয়া। বিকেল নামতেই উৎসবমুখর বাংলা। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল ঘোরার পালা।