অষ্টমীর সকালে কুণালের পাড়ায় রাজ্যপাল, আনন্দের সঙ্গে দিলেন পুষ্পাঞ্জলি

আদ্যোপান্ত বাঙালি সাজে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো মণ্ডপে রাজ্যপাল সকাল ১০টা নাগাদ আসতেই তাঁকে স্বাগত জানান কুণাল।

0
1

পুজোর মধ্যে রাজ্য-রাজ্যপাল বিতর্ক আপাতত স্থগিত। রবিবার অষ্টমীর সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পাড়ায় হাজির রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV anand Bose)। সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের রামমোহন সম্মিলনীর পুজোতে এসে ভক্তিভরে অঞ্জলিও দিলেন রাজ্যপাল।

আদ্যোপান্ত বাঙালি সাজে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো মণ্ডপে রাজ্যপাল সকাল ১০টা নাগাদ আসতেই তাঁকে স্বাগত জানান কুণাল। এরপর মণ্ডপ ঘুরে দেখেন তিনি। তারপর কুণালের পাশে দাঁড়িয়েই অষ্টমীর অঞ্জলি দেন রাজ্যপাল। সম্ভবত এই প্রথম পুজোয় অঞ্জলি দিলেন রাজ্যপাল। কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল এসেছিলেন। আমরা খুশি। উনি অঞ্জলি দিয়েছেন। ওনার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে।”

সম্প্রতি, রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ। রাজ্যপালের সঙ্গে প্রায় ৩৫ মিনিটের সাক্ষাৎ সেরে বেরিয়ে কুণাল জানিয়েছিলেন, সাক্ষাৎ ছিল একান্ত ব্যক্তিগত ও সৌজন্যমূলক। এবার কুণালের পাড়ায় অষ্টমীর সকালে হাজির হয়ে পুষ্পাঞ্জলি দেওয়া খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।