Saturday, May 3, 2025

রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

বাঙালির প্রাণের উৎসবের আজ মহাষ্টমী (Mahastami)। সকাল থেকেই শাড়ি ও পাঞ্জাবির সাজে দেবীর কাছে পুষ্পাঞ্জলির ব্যস্ততা। শুনে শুনেই বা মনে মনে অঞ্জলি দেওয়া। রবিবারই বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। আর এমন আবহে রবিবার সকালে রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) মহাষ্টমীর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

বীরাষ্টমী থেকে কুমারী পুজো। সঙ্গে দেবীর কাছে অঞ্জলি। রবিবার নানাভাবে মহাষ্টমী পালন বাঙালির। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছিল সকালের পুজোর সময়। পঞ্জিকাভেদে অবশ্য সময়ের সামান্য হেরফের ছিল। যাঁরা যে পঞ্জিকা মেলে চলেন, সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে একের পর এক মণ্ডপে দেবী মহাগৌরীর উদ্দেশ্যে মহাষ্টমীর অঞ্জলি দিলেন ভক্তরা। অষ্টমীর দিন সকালে হয় কুমারী পুজো। ১ থেকে ১৬ বছরের যাঁরা ঋতুমতী হয়নি, এরকম বালিকাদের মাতৃজ্ঞানে পুজো করা হয়। বেলুড় মঠে ধুমধাম করে কুমারী পুজো পালন করা হয়। বহু ভক্তের সমাগম হয় এদিন। অষ্টমীর দিন বিকেলে হয় সন্ধিপুজো। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট। মোট ৪৮ মিনিট ধরে সন্ধিপুজো অনুষ্ঠিত হয়। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যেহেতু এই পুজো হয়, তাই এই পুজোর নাম সন্ধিপুজো।

 

 

 

 

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version