প্রায় আড়াই সপ্তাহ পর খুলল ১০ নম্বর জাতীয় সড়ক!

তিস্তা (Teesta) থেকে শেঠিঝোরা পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। স্বস্তিতে বাংলার পর্যটকরা।

বাংলা–সিকিমের (West Bengal Sikkim NH) লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের কারণে সাময়িকভাবে গ্যাংটক এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগকারী এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১৭ দিন পর সপ্তমীর সকালে চালু হল এই জাতীয় সড়ক। তিস্তা (Teesta) থেকে শেঠিঝোরা পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। স্বস্তিতে বাংলার পর্যটকরা।

অক্টোবরের চতুর্থ দিনে হড়পা বানের ফলে একপ্রকার ধ্বংস হয়ে গিয়েছিল সিকিম। শিলিগুড়ি থেকে তিস্তা বাজার হয়ে সিকিমে যেতে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। তবে যান চলাচল শুরু হলেও মেরামতির কাজ বেশ কিছুটা বাকি রয়েছে বলেই খবর। তাই বিধি নিষেধ জারি করা হয়েছে। এখনই এই রাস্তায় বড় গাড়ি যাবে না। আপাতত একটিমাত্র লেন খোলা থাকবে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওই রাস্তায় ছোট এবং হালকা যানবাহনগুলি শিলিগুড়ির দিকে রংপো, মেল্লি, তিস্তা সেতু থেকে সেঁথিঝোড়া যাওয়ার সময় একটি লেন ব্যবহার করতে পারবে।

Previous articleভিড় সামলাতে না.জেহাল মেট্রো কর্তৃপক্ষ, শোভাবাজার মেট্রোতে প্রবেশ বন্ধ
Next articleসা.ম্প্রদায়িক সম্প্রীতি : এক উঠোনেই মস.জিদ ও ম.ন্দির