Sunday, May 4, 2025

ঢাকে কাঠি পড়তেই বঙ্গে শুরু হয়ে গিয়েছে পুজো পুজো গন্ধ। প্যান্ডালে প্যান্ডলে লাইটিং আর নতুন জামা পরে মানুষের ঢল। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলোতে এমনভাবেই মেতে ওঠে বঙ্গবাসী। উৎসবমুখর দিনগুলোতে কী করেন প্রবাসী বাঙালিরা?

দুর্গাপুজোর কটা দিন পৃথিবীর প্রতি প্রান্তের বাঙালিরা মাতৃ আরাধনায় মেতে ওঠেন। কানাডার টরেন্টোর বাঙালিরাও তার ব্যতিক্রম নয়।টরেন্টোতে বাঙালি নেহাত কম নয়। তবে কলকাতার মতো পুজো না হলেও এখানে বেশ কয়েকটি জায়গায় বাঙালিরা সকলে মিলে মাতৃ বন্দনায় সামিল হন। ঠাকুর দেখতে ভিড় জমান বাঙালি-অবাঙালি সকলেই।

আশ্বিনের শিউলির সুবাস মেখে দেবী দুর্গার বোধন এখানে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মায়ের বোধনের ঠিকানা সুদূর টরেন্টো শহরের স্কারব্রোর দুর্গাবাড়ির পুজো। পঞ্জিকা মতে চিরাচরিত প্রথা মেনে এখানে প্রতিবছর পুজো করেন প্রবাসী বাঙালিরা।সন্ধি পুজো, অঞ্জলি থেকে শুরু করে কুমারি পুজো এবং সবশেষে সিঁদুর খেলাতেও মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। এমনকী ঠাকুর দেখতে আসা সকলের জন্যই থাকে প্রসাদের আয়োজন।

তবে শুধুমাত্র ঘট বিসর্জন করেন উদ্যোক্তারা। কারণ, টরেন্টো দুর্গাবাড়ির ঠাকুর পাথরের তৈরি। তাই ২০০৮ সাল থেকেই সেই মূর্তিতে রঙ করে পুজো করেন উদ্যোক্তারা। শুধুমাত্র বদলে যায় ঠাকুরের সাজসজ্জা।
দুর্গাবাড়ি ছাড়াও চন্ডীপাঠ, সন্ধিপুজো, ১০৮ প্রদীপ ও ১০৮ পদ্ম সকল নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় কানাডার হিন্দু কালচারাল সোসাইটিতে।এখানের বড় চমক হলো প্রতিমা। পাশাপাশি সন্ধিপুজো এবং ঢাকের তালে মেয়েদের ধুনুচি নাচও তাক লাগানোর মতো।

সবথেকে আকর্ষণীয় বিষয় হলো প্রথা মেনে প্রতিটি পুজো করা ছাড়াও প্রবাসী বাঙালিদের সকলকে বাঙলা ভাষা শেখা ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা। তাই পুজোর কটাদিন ছাড়াও সবরকম অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন উদ্যোক্তারা।

পুজোর কটা দিন কাঁসর, ঘন্টা, ঢাকের আওয়াজে মাতোয়ারা হয়ে ওঠেন কানাডায় বসবাসকারী সকল ভারতীয়রা । উদ্যোক্তারাও পুজোর আয়োজনে কোনও ত্রুটি রাখেন না। শুধুমাত্র খিঁচুড়ি ভোগই নয়, অষ্টমী ও নবমীর দিন প্রসাদে একাধিক আইটেমের বন্দোবস্ত করা হয়। দশমীতে হয় সিঁদুর খেলাও। পুজো দেখতে ভিড় জমান প্রায় আট থেকে দশ হাজার কানাডাবাসীও। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে গা ভাসান ছোট থেকে বড় সকলেই।

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version