Saturday, August 23, 2025

মহানবমীর (Maha Navami) দিন মন খারাপের খবর শোনাল মৌসম ভবন। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে এখন সেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে। গত কয়েক ঘণ্টা ধরে সেটি ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় উত্তরদিকে অগ্রসর হয়েছে। নবমীর সন্ধ্যায় এই ঘূর্ণাবর্ত একটি জোরাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্থাৎ পুজোর (Durga Pujo) শেষবেলায় এসে ঝড়-বৃষ্টিতে পণ্ড হতে পারে সমস্ত পরিকল্পনা।

উল্লেখ্য, রবিবারই অর্থাৎ অষ্টমীর দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত শক্তিশালী আকার ধারণ করে ফেলেছে। ওডিশার পারাদ্বীপের দক্ষিণে প্রায় সাড়ে ৪৫০ কিলোমিটার দূরত্বে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে ৫৬০ কিলোমিটার দূরত্বে অবস্থা করছিল ঘূর্ণিঝড়টি। বাংলাদেশের খেপুপারা থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণাবর্তটি। আর নবমীর সন্ধ্যার মধ্যেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। নবমীর সকালে সেটি অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর দিকে। এরপর উত্তর এবং উত্তর পূর্বদিক থেকে বাংলাদেশের দিকে ঘুরে যাবে অভিমুখ।

আর সেকারণেই নবমী, দশমী এবং একাদশীতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর লাগোয়া জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা ও আশপাশের এলাকায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। তবে ২৫ অক্টোবর সন্ধ্যার পর থেকে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হবে।

 

 

 

 

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...
Exit mobile version