ফের হা.মলা গাজায়! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, হা.মাসের বিরুদ্ধে বি.স্ফোরক ইজরায়েল প্রেসিডেন্ট  

সোমবার সকালে প্যালেস্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরের সামনে আল-সুহাদা এলাকায় একটি বসতবাড়ির উপর ইজরায়েলের বোমা এসে পড়ে। বাড়িটি ধুলোয় মিশে যায়।

গাজায় (Gaza) ফের নতুন করে হামলা চালাল ইজরায়েল (Israel)। পাশাপাশি যে বাড়িটির উদ্দেশে হামলা চালানো হয় সেটি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আশপাশের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়েছে নতুন হামলায়। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের আক্রমণে ২৬৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে বহু শিশু, ধ্বংসস্তূপ থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার সকালে প্যালেস্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরের সামনে আল-সুহাদা এলাকায় একটি বসতবাড়ির উপর ইজরায়েলের বোমা এসে পড়ে। বাড়িটি ধুলোয় মিশে যায়। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় গাজায় ৪ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামাসের হামলায় ইজরায়েলেও হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে হামাস-ইজরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এল হামাসের রাসায়নিক অস্ত্র প্রয়োগের তত্ত্ব। হামাসের বিরুদ্ধে সায়ানাইড বোমা ব্যবহারের অভিযোগ সামনে এনেছে ইজরায়েল।

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের প্রসিডেন্ট আইজ্যাক হারজোগ জানিয়েছেন, হামাস বাহিনী সংঘর্ষের সময় রাসয়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়েছিল। রাসয়নিক অস্ত্রগুলি আল কায়েদার তরফে সরবরাহ করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।