Wednesday, May 7, 2025

বোরিভেলির আবাসনে বি.ধ্বংসী আ.গুন, ক্রিকেটার ভলথাটির দিদি ও ভাগ্নের মৃ.ত্যু

Date:

মুম্বইয়ের বোরিভেলির (ওয়েস্ট) আবাসনে বিধ্বংসী আগুন। মৃত্যু হল আইপিএলের প্রাক্তন ক্রিকেটার পল ভলথাটির দিদি ও ভাগ্নের। সোমবার সকালে সেই ঘটনায় শোকের ছায়া। গুরুতর আহত হয়েছেন তিনজন।

আবাসিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওই আবাসনেই ছিলেন ভলথাটি। তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলতেন। আবাসনে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজেও তিনি হাত লাগান।
বোরিভেলির সাইবাবা নগরের কাছে ওই আবাসনের ‘এফ উইং’-য়ে সোমবার সকালে প্রথম তলের রান্নাঘরে আগুন লাগে। দ্রুত আবাসনের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রথম তল থেকে আগুন ছড়িয়ে পড়লেও ওই তলের আবাসিকদের বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু চতুর্থ তলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়।

এই অগ্নিকাণ্ডে ভলথাটির দিদি গ্লোরি রবার্টস (৪৩ বছর) ও ভাগ্নে জোশুয়ার (আট বছর) মৃত্যু হয়েছে। তাঁরা ওই আবাসানের ৪২০ নম্বর এবং ৪২১ নম্বর ফ্ল্যাটে থাকতেন। আবাসনের সচিব নীলেশ দেশাই জানিয়েছেন, আহত অবস্থায় ভলথাটির দিদি এবং ভাগ্নেকে উদ্ধার করে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন খেললেও আইপিএলের মঞ্চে পরিচিতি পান ভলথাটি। ২০১১ সালের আইপিএলে কিংস ইলেভন পাঞ্জাবের হয়ে অসাধারণ শতরান করেছিলেন। তারপরই লাইমলাইটে চলে এসেছিলেন। ২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও ছিলেন।

Related articles

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...
Exit mobile version