Saturday, August 23, 2025

বোরিভেলির আবাসনে বি.ধ্বংসী আ.গুন, ক্রিকেটার ভলথাটির দিদি ও ভাগ্নের মৃ.ত্যু

Date:

মুম্বইয়ের বোরিভেলির (ওয়েস্ট) আবাসনে বিধ্বংসী আগুন। মৃত্যু হল আইপিএলের প্রাক্তন ক্রিকেটার পল ভলথাটির দিদি ও ভাগ্নের। সোমবার সকালে সেই ঘটনায় শোকের ছায়া। গুরুতর আহত হয়েছেন তিনজন।

আবাসিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওই আবাসনেই ছিলেন ভলথাটি। তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলতেন। আবাসনে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজেও তিনি হাত লাগান।
বোরিভেলির সাইবাবা নগরের কাছে ওই আবাসনের ‘এফ উইং’-য়ে সোমবার সকালে প্রথম তলের রান্নাঘরে আগুন লাগে। দ্রুত আবাসনের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রথম তল থেকে আগুন ছড়িয়ে পড়লেও ওই তলের আবাসিকদের বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু চতুর্থ তলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়।

এই অগ্নিকাণ্ডে ভলথাটির দিদি গ্লোরি রবার্টস (৪৩ বছর) ও ভাগ্নে জোশুয়ার (আট বছর) মৃত্যু হয়েছে। তাঁরা ওই আবাসানের ৪২০ নম্বর এবং ৪২১ নম্বর ফ্ল্যাটে থাকতেন। আবাসনের সচিব নীলেশ দেশাই জানিয়েছেন, আহত অবস্থায় ভলথাটির দিদি এবং ভাগ্নেকে উদ্ধার করে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন খেললেও আইপিএলের মঞ্চে পরিচিতি পান ভলথাটি। ২০১১ সালের আইপিএলে কিংস ইলেভন পাঞ্জাবের হয়ে অসাধারণ শতরান করেছিলেন। তারপরই লাইমলাইটে চলে এসেছিলেন। ২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও ছিলেন।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version