শহর থেকে জেলা প্রশাসনের বাড়তি সতর্কতা, পুলিশের কড়া নজরদারি সত্ত্বেও পুজোর মধ্যে বেপরোয়া গতির বলি একাধিক। রবিবার রাত থেকে সোমবার দুপুর, ঠাকুর দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

হাওড়া ও মালদহে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনার খবর এসেছে। নবমীতে বম্বে রোডে ধুলাগড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। তিনি বাইকে চড়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। অন্য একটি দুর্ঘটনা ঘটে কোনা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন শিবপুর মন্দিরতলার বাসিন্দা তনুপর্ণা দাস (২২)। ভোরে কোনা এক্সপ্রেসওয়ে থেকে জাতীয় সড়কের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেইসময় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গার্ড রেলিংয়ে ধাক্কা মারলে সবাই ছিটকে পড়েন। রাস্তায় পড়ে যান তনুপর্ণা। তাঁকে পিষে দেয় একটি লরি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসরা। পুলিশ সূত্রে খবর কারও মাথায় কোনও হেলমেট ছিল না। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক লরিটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, মালদহে ঠাকুর দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ ভাইয়ের। মৃত ২ জন হল অভিষেক হালদার ও সুজন হালদার। তাদের বাড়ি হবিবপুরের আইহোতে।
