Thursday, November 13, 2025

নির্বাচন এলেই ধর্মের তাস খেলে গেরুয়া শিবির- এই অভিযোগ এখন শুধু আর বিরোধীদের নয়, পদে পদে তার প্রমাণ মিলছে। আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগেই গুজরাটের (Gujrat) বিধানসভা নির্বাচনের আগে দেওয়া এক সাধুর ভাষণ সামাজিক মাধ্যমে ভাইরাল। আর তাতেই দেখা যাচ্ছে, দলের হয়ে ভোট প্রচারে সাধু-সন্তদেরও নামিয়ে দিয়েছে বিজেপি। আর তাঁরা উন্নয়নের বদলে, শুধুমাত্র হিন্দুত্ববাদের পক্ষ নিয়ে অন্ধভাবে বিজেপিকে (BJP) সমর্থন দেওয়ার আবেদন জানাচ্ছেন।

নওতম স্বামী। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এই সাধু নরেন্দ্র মোদিকে সমর্থনের আবেদন জানাচ্ছেন এক ধর্মীয় সভায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। নওতম স্বামীর মতে, দেশের তাবড়ো হিন্দু মন্দিরের সংস্কার ও উন্নয়ন করেছেন মোদি। তাঁর চেষ্টাতেই নাকি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এর নিরিখে মোদিকে সমর্থন দেওয়ার আবেদন জানাচ্ছেন এই সাধু। এখানেই শেষ নয়, এক্ষেত্রে তার সগর্ব উক্তি, উন্নয়ন হোক না হোক, রাস্তা তৈরি হোক না হোক আলো পৌঁছক বা না পৌঁছক- হিন্দু রাষ্ট্রের জন্য নরেন্দ্র মোদিকে ভোট দিতে হবে। অর্থাৎ উন্নয়নের নিরিখে নয়, ভোট হবে ধর্মীয় সুড়সুড়িতে।

এই ধর্মীয় বিভাজনের রাজনীতি গেরুয়া শিবিরের ‘কালচার’। আর সেই প্রচারে তারা নামিয়ে দিয়েছে সাধু-সন্তদের। তাঁরা নিজেদের ভক্তদের মধ্যেও এভাবে ধর্মীয় জিগির তুলে প্রচার করছেন। এর তীব্র নিন্দা করছে বিরোধিরা। তাদের মতে, নির্বাচন সব সময় হওয়া উচিত উন্নয়নের নিরিখে ভারত সর্ব-ধর্ম সমন্বয়ের এক উদাহরণ। এখানে ধর্মের নামে এই ভেদাভেদ ছড়ানো বিজেপিকে (BJP) ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ডাক দিচ্ছে বিরোধীরা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version