Friday, July 4, 2025

ইংল‍্যান্ড ম‍্যাচের আগে অন‍্য মেজাজে ভারতীয় দলের কোচ, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত পাঁচ ম‍্যাচের মধ‍্যে পাঁচটির মধ‍্যেই জয় পেয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের পরবর্তী ম‍্যাচ রবিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে। আর তার ফাঁকে ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার কোচিং স্টিফ। ছিলেন না কোন ক্রিকেটার। যদিও একটি ছবিতে দেখা যাচ্ছে কে এল রাহুলকে।

ভারতের পরের ম্যাচ রবিবার। মাঝে বেশ কিছু দিনের বিরতি পেয়ে মঙ্গলবার ছুটি কাটাল ভারতীয় দল। রাহুল দ্রাবিড় এবং বাকি কোচেরা গেলেন ত্রিউন্ড ট্রেক করতে। টানা ক্রিকেটের মাঝে দ্রাবিড়েরা মন তরতাজা করতে চলে গেলেন পাহাড়ে। সেই ছবি পোস্ট বিসিসিআই।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করে, সেখানে দেখা যায় কোচ দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং আরও সাপোর্ট স্টাফেরা ট্রেক করছেন। ছবির মতো সুন্দর একটি গ্রাম ত্রিউন্ড। সেখান থেকে ধৌলাধর পর্বতমালা দেখা যায়। কোচেরা গেলেও ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয়নি। এর পর দ্রাবিড় বলেন, “পাথরের উপর দিয়ে হেঁটে এখানে উঠতে হয়। ক্রিকেটারদের বিশ্বকাপের মাঝে এখানে নিয়ে আসা উচিত হত না। চোট পাওয়ার আশঙ্কা থাকত। তাই ওদের আনা হয়নি। তবে চাইব যখন খেলা থাকবে না, তখন ওরা এসে এখানে ঘুরে যাক। বেশ চ্যালেঞ্জিং ট্রেক ছিল।” ওপরদিকে ব্যাটিং কোচ রাঠৌর বলেন, “শেষ আধ ঘণ্টা বেশ কঠিন ছিল। কিন্তু এখানে এসে যে দৃশ্য দেখলাম, তাতে মন ভরে গিয়েছে। সব কিছুই করা যায় এই দৃশ্য দেখার জন্য।”

এদিকে এই ভিডিওর পরই কে এল রাহুল একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে নদীতে স্নান করছেন তিনি। সঙ্গে দ্রাবিড়েরা। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “প্রকৃতির বুকে ঠান্ডা জলে ডুব দেওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

আরও পড়ুন:অভিনব ভাবনা, বিশ্বকাপে এই স্টেডিয়ামে আসলেই মিলবে বিনামূল্যে খাবার

spot_img

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...