Friday, August 22, 2025

ব.ঞ্চিত বাংলার গরিব মানুষ, প্রতিবাদে রাজ্যপালের ‘দুর্গারত্ন’ প্রত্যা.খ্যান লুমিনাস ক্লাবের

Date:

রাজ্যের সঙ্গে সমস্ত বিষয়ে প্রতিযোগিতায় নামা রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) এবার পুজোয় ‘দুর্গারত্ন’ পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কার প্রাপকদের মধ্যে অন্যতম কল্যাণীর লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ। তবে, রাজ্যপালের দেওয়া এই সম্মান প্রত্যাখ্যান করেছে তারা। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, তাদের পুরস্কারের যোগ্য বলে বিবেচিত করার জন্য রাজ্যপালকে ধন্যবাদ কিন্তু বাংলার মানুষের প্রচুর টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। একশো দিনের কাজ করে গরিব মানুষ টাকা পায়নি।

পুজো উদ্যোক্তা অরূপ মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রের কাছে দরবার করে রাজ্যের প্রাপ্য বকেয়া ফিরিয়ে আনুন। গরিব মানুষ টাকা পেলেই তাদের পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে বলে মনে করবে লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের জন্য লুমিনাস ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, এই সিদ্ধান্ত একেবারেই ক্লাব কর্তৃপক্ষের। এর সঙ্গে দলের বা সরকারের কোনও সম্পর্ক নেই। তবে, রাজ্যের মানুষের দুর্দশার কথা ভেবে ক্লাব কর্তৃপক্ষ যে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছে তার জন্য তাদের অভিনন্দন। রাজ্যপাল যে রাজ্যের আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন সেটা তাঁকে মনে করিয়ে দেওয়ার জন্য কল্যাণীর লুমিনাস ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন ব্রাত্য।

বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে কথা বলার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁকে এড়ানোর বহু চেষ্টা করেন আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু নিজের দাবিতে অনড় অভিষেক একটানা দিনের পর দিন বসেছিলেন রাজভবনের মূল ফটকের বাইরে। অবশেষে রাজ্যপাল তাঁর সঙ্গে দেখা করেন এবং তারপরেই রাজ্যের দাবি জানাতে উড়ে যান দিল্লি। সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে কথা বলার পর চিঠি লিখে জানান, এ বিষয়ে তিনি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে কোন সদুত্তর মেলেনি। এদিকে উৎসবের মরশুম। এই সময় রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছে সব পক্ষই। তবে রাজ্যের সঙ্গে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ যে আনন্দ বোসের বিরুদ্ধে তিনি রাজ্য সরকারের দেওয়া বিশ্ববাংলা শারদ সম্মানের ধাঁচে বাংলার সেরা দুর্গাপুজোকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। আর সেই তালিকাতেই নাম ছিল এই লুমিনাস ক্লাবের। এবার তাদের থিম ছিল চারধাম। উদ্বোধনের পর থেকেই বিপুল জনসমাগম হয়েছে মণ্ডপে। কিন্তু তারা এই পুরস্কার প্রত্যাখ্যান করল।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version