Saturday, August 23, 2025

বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শুভমন, আইসিসি র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি গিলের

Date:

আইসিসি র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি শুভমন গিলের। এদিন প্রকাশিত হয় আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে দেখা যাচ্ছে ৮২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শুভমন গিল। শীর্ষে থাকা বাবরের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত পাঁচ ইনিংসে ১৫৭ রান করেছেন বাবর আজম, যার মধ্যে সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। এদিকে শুভমন গিল বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ ডেঙ্গির জন্য না খেললেও পরের তিন ম্যাচে দুরন্ত কামব্যাক করেন। বাংলাদেশের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস সহ তিন ম্যাচে ৯৫ রান করেছেন গিল। এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ভারতের আরও দু’জন।

এদিন আইসিসি একদিনের ক্রিকেটের নতুন যে র‍্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করেছে, তাতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর। তাঁর সংগ্রহ ৮২৯ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৮২৩। বিশ্বকাপে তিনটি শতরান করে তৃতীয় স্থানে উঠে এসেছেন কুইন্টন ডি’কক। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৯। চতুর্থ স্থানে উঠে এসেছেন ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। দু’ধাপ নেমে পঞ্চম স্থানে অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৭। ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন কোহলি। তালিকায় অষ্টম স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৭২৫ রেটিং পয়েন্ট।

বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। তাঁর রেটিং পয়েন্ট ৬৭০। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের মহম্মদ সিরাজ। শামির রেটিং পয়েন্ট ৬৬৮। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও একজন ভারতীয়। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন কুলদীপ যাদব। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৩২৪। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে তিনি।

আরও পড়ুন:ইংল‍্যান্ড ম‍্যাচের আগে অন‍্য মেজাজে ভারতীয় দলের কোচ, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version