Wednesday, August 27, 2025

প্রায় ১৩ ঘণ্টা পার, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির ত.ল্লাশি চলছে

Date:

দ্বাদশীর সকাল গড়িয়ে রাত। এখনও রাজ্য জুড়ে অব্যাহত ইডি তল্লাশি। পুজো কাটতেই ব্যাপক সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশিতে ইডি। সল্টলেকে জোড়া ফ্ল্যাটে তল্লাশির সঙ্গে সঙ্গে আমহার্স্ট স্ট্রিটের বেনিয়াটোলা লেনে মন্ত্রীর পৈতৃক বাড়িতেও হাজির হয় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সেখানেও চলে তল্লাশি অভিযান।

ইডি পৌঁছনোর প্রায় ঘণ্টা দশেক পরে পুরী থেকে কলকাতা পৌঁছন মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে।
এদিন এক দল পৌঁছয় মন্ত্রীর আপ্তসহায়কের নাগেরবাজারের বাড়িতে। ইডি সূত্রে জানা গিয়েছে, এখানে অমিত দে-র তিনটি বাড়ি রয়েছে। কিন্তু এদিন সকালে সেখানে পৌঁছে বাড়ি তালাবন্ধ পায় ইডি আধিকারিকরা। খোঁজ চলে অমিত দের। কিন্তু ফোনেও প্রথমে তার সঙ্গে যোগযোগ করা যায়নি। হোয়াটস অ্যাপের স্ট্যাটাসে থাকা ছবি দেখে অনুমান করে নেওয়া হয় তিনি হয়তো পুরী বেড়াতে গিয়েছেন। ইতিমধ্যেই কলকাতায় ফেরেন অমিত দে। বিমানবন্দর থেকেই ইডির গাড়িতে পৌঁছন নাগেরবাজার। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান।

হাওড়া ইছাপুর এলাকাতেও ইডি-র হানা। জানা যাচ্ছে, অভিজিৎ দাস নামের ওই ব্যক্তির বাড়ি হাওড়া ভগবান চ্যাটার্জী লেন। তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ।এর পাশাপাশি মন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতেও হানা গোয়েন্দাদের। তাঁর বাড়ি টলিগঞ্জ এলাকায়। প্রায় ১৩ ঘণ্টা পার, এখনও চলছে তল্লাশি। আদৌ কিছু মিলেছে কিনা, তা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ইডির তরফে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version