পুজো মিটতেই ফের রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্রের। বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyoyipriya Mallick) বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। রেশন বন্টন মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্স (Cgo Complex) থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে বের হন। সূত্রের খবর, এই মুহূর্তে সল্টলেকের বি সি ব্লকে রয়েছেন তাঁরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে তল্লাশি অভিযান।

যদিও এদিনের ঘটনাকে বিজেপির ‘ঘৃণ্য রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, পুজোর আগেও আমরা যখন ১০০ দিনের কাজ সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলাম তখনও এভাবে আমাদের একাধিক নেতা বিধায়কদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর পুজো শেষ হতেই ফের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই হানা।


এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের দু’টি বাড়িতেই হানা দিয়েছে ইডি। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে তাঁর বয়ানও। কীভাবে খাদ্য দফতরের নথি সম্প্রতি গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুরের কাছে গেল? তা জানতে চাওয়া হচ্ছে বলে খবর। কিন্তু প্রথম থেকেই জ্যোতিপ্রিয় জানিয়েছেন, তাঁর সঙ্গে বাকিবুরের কোনও যোগাযোগ নেই। তবে এদিন শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে নয়, তাঁর আপ্ত-সহায়ক অমিত দের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। সূত্রে খবর, নাগেরবাজারে ৩টি ফ্ল্যাটে গিয়েছে ইডি। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। তাঁর দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ। এদিন একযোগে শহরের ৮ জায়গায় চলছে তল্লাশি। পাশাপাশি এদিন বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিজারিকরা।


তবে আচমকাই পুজো মিটতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিস্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে, এসব করে লাভের লাভ কিছুই হবে না। জোর করে হেনস্থা করা হচ্ছে রাজ্যের একের পর এক হেভিওয়েটকে।















