Sunday, November 9, 2025

পুজো মিটতেই ফুল বদল, অভিষেকের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুলে বিজেপি বিধায়ক

Date:

এখনও পুজোর রেশ কাটেনি। কিন্তু বিজয়া মিটতে না মিটতেই ফুলবদল করলেন বাঁকুড়া কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। তাঁর দলবদলের জল্পনা চলছিল, অবশেষে বৃহস্পতিবার জল্পনা সত্যি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিজেপি ত্যাগ করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। বিজেপি বিধায়ককে দলে স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপি বিধায়কের দলে যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূলের তরফে বলা হয়, ”সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাঁকুড়া কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার আমাদের হাত ধরলেন। এই পদক্ষেপ জনস্বার্থ ও মা-মাটি-মানুষের কাজ করার জন্য ইতিবাচক। তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা বাংলার উন্নয়ন করতে বদ্ধপরিকর। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের জন্য কাজ করব।”

উল্লেখ্য, এই প্রথম নয়, একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে একের পর এক বিজেপি বিধায়ক দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছেন। অনেক সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এবার সেই তালিকায় নয়া সংযোজন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। চব্বিশের লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:পুজোতে চুটিয়ে ব্যবসা করল কলকাতা মেট্রো, পাঁচ দিনেই কোটিপতি!

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version