Monday, August 25, 2025

একটু হলেও নেমেছে উত্তেজনার পারদ। প্রায় ৩০ দিন পরে কানাডাবাসীর জন্য আবারও ভিসা পরিষেবা চালু করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, ২৬ অক্টোবর অর্থাৎ আজ থেকে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়ার কাজ আগের পদ্ধতি অনুযায়ী শুরু হবে।

দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের কারণে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। তবে আজ থেকে আপাতত চার ধরনের ভিসা দেওয়া হবে। কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে ভিসার অনুমতি দেওয়া হবে। এন্ট্রান্স ভিসা, বিজনেস ভিসা, মেডিক্যাল ভিসা ও কনফারেন্স ভিসা- আপাতত এই চারটি ভিসার ছাড়পত্র মিলেছে।

কানাডার মাটিতে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনার জেরে গত এক মাসের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কূটনীতিতে উত্তেজনার পারদ চড়েছে। এর জেরে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নিয়েছিল বিদেশ মন্ত্রক। এরপর কেন ভারত থেকে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিয়েছে ভারত। ভারতের পাল্টা জবাব ছিল, কানাডার তরফে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত নাক গলানো হচ্ছিল।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version