Thursday, November 6, 2025

একটু হলেও নেমেছে উত্তেজনার পারদ। প্রায় ৩০ দিন পরে কানাডাবাসীর জন্য আবারও ভিসা পরিষেবা চালু করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, ২৬ অক্টোবর অর্থাৎ আজ থেকে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়ার কাজ আগের পদ্ধতি অনুযায়ী শুরু হবে।

দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের কারণে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। তবে আজ থেকে আপাতত চার ধরনের ভিসা দেওয়া হবে। কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে ভিসার অনুমতি দেওয়া হবে। এন্ট্রান্স ভিসা, বিজনেস ভিসা, মেডিক্যাল ভিসা ও কনফারেন্স ভিসা- আপাতত এই চারটি ভিসার ছাড়পত্র মিলেছে।

কানাডার মাটিতে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনার জেরে গত এক মাসের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কূটনীতিতে উত্তেজনার পারদ চড়েছে। এর জেরে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নিয়েছিল বিদেশ মন্ত্রক। এরপর কেন ভারত থেকে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিয়েছে ভারত। ভারতের পাল্টা জবাব ছিল, কানাডার তরফে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত নাক গলানো হচ্ছিল।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version