Wednesday, November 5, 2025

শুক্রেই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল! ঝঞ্ঝাট এড়াতে শহরবাসীর জন্য বাড়তি বাস-মেট্রো

Date:

শুক্রবারই রেড রোডে (Red Road) দুর্গাপুজোর কার্নিভাল। আর সেই উপলক্ষে বেশি রাত পর্যন্ত মেট্রো রেল (Metro Rail) ও সরকারি-বেসরকারি বাস চলবে বলে খবর। রাজ্য পরিবহণ নিগম ইতিমধ্যে জানিয়েছে তাদের সব ক’টি গুরুত্বপূর্ণ রুটে প্রায় মধ্যরাত পর্যন্ত বাস চলবে। ফলে দুর্গাপুজোর কার্নিভাল (Durga Puja Carnival) দেখে বাড়ি ফিরতে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় সেকারণেই এমন উদ্যোগ বলে খবর।

পরিবহণ নিগম সূত্রে খবর, গড়িয়া, যাদবপুর, পাটুলি, নিউ টাউন, ঠাকুরপুকুর, আমতলা, পর্ণশ্রী, বালিগঞ্জ, ডানলপ-সহ একাধিক রুটে শুক্রবার রাতে ২৩টি সরকারি বাস চলবে। এছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ রুটে বেসরকারি বাস, অটো সচল রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কার্নিভাল উপলক্ষে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষের কাছে বেশি রাত পর্যন্ত ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিনে ২৩৪টির বদলে ২৫২টি ট্রেন চালানো হবে। ওই দিন সকালে নির্ধারিত ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। এছাড়াও এদিন রাস্তায় পর্যাপ্ত পরিমাণে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ অন্যান্য পরিষেবাও চালু থাকবে বলে সূত্রের খবর।

 

 

 

 

 

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version