Friday, December 19, 2025

২০২৫-এর মধ্যে তলানিতে পৌঁছে যাবে ভারতের ভূগর্ভস্থ জলের স্তর: রাষ্ট্রসংঘ

Date:

Share post:

ভারতে ইন্দো-গাঙ্গেয় অববাহিকার কিছু এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর ইতিমধ্যেই তলানিতে পৌঁছে গিয়েছে। এরই মাঝে সমগ্র উত্তর-পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ জলের ২০২৫ সালের মধ্যে গুরুতরভাবে কমে যাওয়ার পূর্বাভাস দিল রাষ্ট্রসংঘের প্রতিবেদনে।

“ইন্টারকানেক্টেড ডিজাস্টার রিস্কস রিপোর্ট ২০২৩” শিরোনামে রাষ্ট্রসংঘের ইউনিভার্সিটি – ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি (ইউএনইউ-ইএইচএস) দ্বারা প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্ব ছয়টি পরিবেশগত সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। যেগুলি হল, ত্বরান্বিত বিলুপ্তি, ভূগর্ভস্থ জল হ্রাস, পর্বত হিমবাহের গলন , মহাকাশের ধ্বংসাবশেষ, অসহনীয় তাপ এবং একটি বীমা অযোগ্য ভবিষ্যত। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ৭০ শতাংশ ভূগর্ভস্থ জল উত্তোলন করে ভারতে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে নলকূপগুলিও টিপিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি প্রধান জলাশয় প্রাকৃতিকভাবে কমতে শুরু করেছে। জলের স্তর যেভাবে নিচে নামতে শুরু করেছে তাতে খাদ্য উৎপাদন ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়তে শুরু করেছে। সৌদি আরবের মতো কিছু দেশ ইতিমধ্যেই ভূগর্ভস্থ জলের স্তর ঝুঁকিপূর্ণ সিমা অতিক্রম করেছে, ভারত সহ অন্যরা এর চেয়ে বেশি দূরে নয়৷

রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, “ভারত ভূগর্ভস্থ জল ব্যবহারকারীর তালিকায় বিশ্বের বৃহত্তম কোন জায়গায় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের সম্মিলিত ভূগর্ভস্থ জলের ব্যবহারকে ছাপিয়ে গিয়েছে। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল দেশের ক্রমবর্ধমান ১৪০ কোটি মানুষের জন্য রুটির ঝুড়ি হিসাবে পরিচিত, যেখানে পাঞ্জাব এবং হরিয়ানা, রাজ্যগুলির মোট চাল সরবরাহের ৫০ শতাংশ এবং গমের মজুদ ৮৫ শতাংশ রয়েছে। তবে, পাঞ্জাবের ৭৮ শতাংশ কূপকে অত্যধিক শোষিত বলে মনে করা হয় এবং সামগ্রিকভাবে উত্তর-পশ্চিমাঞ্চলে ২০২৫ সালের মধ্যে ভূগর্ভস্থ জলের প্রাপ্যতা গুরুতরভাবে কম হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।”

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...