Sunday, January 11, 2026

২০২৫-এর মধ্যে তলানিতে পৌঁছে যাবে ভারতের ভূগর্ভস্থ জলের স্তর: রাষ্ট্রসংঘ

Date:

Share post:

ভারতে ইন্দো-গাঙ্গেয় অববাহিকার কিছু এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর ইতিমধ্যেই তলানিতে পৌঁছে গিয়েছে। এরই মাঝে সমগ্র উত্তর-পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ জলের ২০২৫ সালের মধ্যে গুরুতরভাবে কমে যাওয়ার পূর্বাভাস দিল রাষ্ট্রসংঘের প্রতিবেদনে।

“ইন্টারকানেক্টেড ডিজাস্টার রিস্কস রিপোর্ট ২০২৩” শিরোনামে রাষ্ট্রসংঘের ইউনিভার্সিটি – ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি (ইউএনইউ-ইএইচএস) দ্বারা প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্ব ছয়টি পরিবেশগত সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। যেগুলি হল, ত্বরান্বিত বিলুপ্তি, ভূগর্ভস্থ জল হ্রাস, পর্বত হিমবাহের গলন , মহাকাশের ধ্বংসাবশেষ, অসহনীয় তাপ এবং একটি বীমা অযোগ্য ভবিষ্যত। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ৭০ শতাংশ ভূগর্ভস্থ জল উত্তোলন করে ভারতে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে নলকূপগুলিও টিপিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি প্রধান জলাশয় প্রাকৃতিকভাবে কমতে শুরু করেছে। জলের স্তর যেভাবে নিচে নামতে শুরু করেছে তাতে খাদ্য উৎপাদন ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়তে শুরু করেছে। সৌদি আরবের মতো কিছু দেশ ইতিমধ্যেই ভূগর্ভস্থ জলের স্তর ঝুঁকিপূর্ণ সিমা অতিক্রম করেছে, ভারত সহ অন্যরা এর চেয়ে বেশি দূরে নয়৷

রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, “ভারত ভূগর্ভস্থ জল ব্যবহারকারীর তালিকায় বিশ্বের বৃহত্তম কোন জায়গায় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের সম্মিলিত ভূগর্ভস্থ জলের ব্যবহারকে ছাপিয়ে গিয়েছে। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল দেশের ক্রমবর্ধমান ১৪০ কোটি মানুষের জন্য রুটির ঝুড়ি হিসাবে পরিচিত, যেখানে পাঞ্জাব এবং হরিয়ানা, রাজ্যগুলির মোট চাল সরবরাহের ৫০ শতাংশ এবং গমের মজুদ ৮৫ শতাংশ রয়েছে। তবে, পাঞ্জাবের ৭৮ শতাংশ কূপকে অত্যধিক শোষিত বলে মনে করা হয় এবং সামগ্রিকভাবে উত্তর-পশ্চিমাঞ্চলে ২০২৫ সালের মধ্যে ভূগর্ভস্থ জলের প্রাপ্যতা গুরুতরভাবে কম হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।”

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...