Wednesday, August 27, 2025

অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক, ফের দাবি করলেন কুণাল ঘোষ। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তুললেন , রাজ্যজুড়ে কেউ বলতে পারবেন রেশনে খারাপ জিনিস পেয়েছেন? আসলে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি দিয়ে তার মোকাবিলা করতে চাইছে বিজেপি।

বিজেপির যিনি বক্তব্য রাখছেন , তার নিজের নামই তো সিবিআইয়ের এফআইআরে আছে ! অথচ তাকে কেন ছোঁয়া হচ্ছে না। ফের প্রশ্ন তুললেন কুণাল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুক্রবার তৃণমূল মুখপাত্র বলেন, বিনামূল্যে খাদ্য দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। কোনও অভিযোগ তো আসেনি?
আসলে দলবদলুদের চক্রান্ত এটা। এজেন্সির অপব্যবহার করা হচ্ছে।
তার সাফ কথা , বিজেপি চক্রান্ত করবে এজেন্সির অপব্যবহার করবে , আর একটা গ্রেফতারের উপর দাঁড়িয়ে দল ব্যবস্থা নেবে, এটা সম্ভব না।রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়েছে।
এদিন কুণাল অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর ভূমিকা সারদা-নারদা নিয়ে দেখা হোক । নিজের পিঠ বাঁচাতে গদ্দার এখন বিজেপির ছাতার তলায় অমিত শাহের জুতো পালিশ করে। তিনি দাবি জানান, অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে কুণালের প্রশ্ন, ‘‘এই বেলা আপনারা নীরব কেন?’’‌

এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের ওপর সারা বাংলা বিশ্বাস রাখে তা বারে বারে প্রমাণিত। কুণালের দাবি ২৫ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়েই রয়েছেন। আসলে তারা বিজেপিতে থেকে কিছুই করতে পারছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে চাইছেন । সময় হলেই দেখতে পাবেন।

এদিন কুণালের কটাক্ষ, বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নামই নেই। ফলকে জ্বলজ্বল করছে নরেন্দ্র মোদি আর উপাচার্যের নাম। এর থেকে নিন্দনীয় ঘটনা বাংলা এর আগে দেখেনি।

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...
Exit mobile version