Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক পান্ডিয়া। তবে সূত্রের খবর, ইংল‍্যান্ড ম‍্যাচে কেন,২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পাওয়া যাবে না হার্দিকে। জানা যাচ্ছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে।

২) ক্রেন নিয়ে কাজ চলছিল ইডেনে। আচমকা সেই ক্রেনের ধাক্কায় স্টেডিয়ামের চার নম্বর গেট সংলগ্ন দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দু’দিন পর বিশ্বকাপের ম্যাচ। তার মধ্যেই দুর্ঘটনার কবলে ইডেন।

 

৩) বিশ্বকাপে পর পর হার পাকিস্তানের। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে বাবর আজমকে। আর এরপরই পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক অধিনায়ক যে খুব একটা স্বস্তিতে নেই, সেটা বিবৃতিতে স্পষ্ট।

৪) বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার কাছেও হারল তারা। লঙ্কানদের কাছে ৮ উইকেটে হারল জস বাটলারের দল।

৫) ভারতে বিশ্বকাপ খেলতে এসে দিল্লিতে গাড়ি দুর্ঘটনা মুখে পড়েছিলেন বেন স্টোকস। এমনটাই স্বয়ং জানালেন স্টোকস নিজে। এই বছর ভারতের মাটিতে বসেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এই হাইভোল্টেজ টুর্নামেন্ট খেলতে ভারতে ইংল‍্যান্ড দল।

আরও পড়ুন:বিশ্বকাপের ম‍্যাচের আগে ইডেনে দুর্ঘটনা