সকাল থেকেই কাঁপছে মোবাইল! হঠাৎ হঠাৎ বিকট শব্দে ভী.ত ইউজাররা

দেশের টেলিকমিউনিকেশন মন্ত্রক এই বছরের জুলাই মাসে জাতীয় দু.র্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলে একটি কর্মসূচি শুরু করেছে।

শুক্রবারের সকাল থেকেই আচমকা বিকট শব্দ (bizarre sound) করে কেঁপে উঠছে মোবাইল (Mobile Message)। এরকম ঘটনা যে কোন মানুষকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেউ কেউ ভাবছেন মোবাইলে বুঝি ভাইরাস অ্যাটাক হল , কেউ কেউ অজানা আতঙ্কে ভুগতে শুরু করেছেন। অনেকে আবার সোজা মোবাইলের দোকানে ছুটলেন মুঠোফোনের অসুখ সারাতে। তবে আসল ব্যাপারটা জানেন না অনেকেই। মোবাইল ফোনের বিশেষ একটি মেসেজের কারণে এমন ঘটনা ঘটছে। ভারত সরকারের টেলি কমিউনিকেশন বিভাগের (Tele Communication Department, Government of India)তরফে একটি জরুরি মেসেজ (Emergency alert)পাঠানো হচ্ছে, যেটাকে এমার্জেন্সি অ্যালার্ট নাম দেওয়া হয়েছে।

কী কারণে এই মেসেজ?

দেশের টেলিকমিউনিকেশন মন্ত্রক এই বছরের জুলাই মাসে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলে একটি কর্মসূচি শুরু করেছে। এর লক্ষ্য হল, জরুরি অবস্থা তৈরি হলে দেশের নাগরিকদের সহজেই যাতে অ্যালার্ট করা যায়। তারই পরীক্ষা চলছে। মাস খানেক আগেও এরকমই ঘটনা ঘটেছিল। ভূমিকম্প, ঝড়, ঘূর্ণিঝড়, সুনামি, বন্যা, ধসের মতো ঘটনায় সাধারণকে অ্যালার্ট করার জন্য এই মেসেজ পাঠানো যায় কিনা তারই প্রতীকি পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি সেই মেসেজে লেখা রয়েছে – “এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষামূলক বার্তা। অনুগ্রহ করে এই বার্তাটি উপেক্ষা করুন কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই।” স্মার্টফোন, স্মার্টওয়াচ সহ বিভিন্ন ডিভাইসে এই মেসেজ পাঠানো হচ্ছে। তাই আপনার চিন্তার কোন কারণ নেই, এটি জননিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে প্যান-ইন্ডিয়া এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম (Pan India Emergency Alert System) পরীক্ষার একটি অংশ মাত্র। এরকম মেসেজ পেলে আপনি বিষয়টিকে এড়িয়ে যান।