গ্রেফতারির ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে নিয়ে আসে ইডি। শুক্রবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে আনা হয় মন্ত্রীকে।এদিন শুনানি শেষে ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। যা শোনার পরে আদালতেই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী ।
আদালতকে ইডির দাবি, মন্ত্রীর স্ত্রী এবং কন্যার নাম ওই তিন সংস্থার ডিরেক্টর পদে ছিল। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে ওই সব সংস্থার স্ট্যাম্পও পাওয়া গিয়েছে।
ইডি অবশ্য আদালতে জ্যোতিপ্রিয়র এই দাবির বিপক্ষে পাল্টা দাবি করে, যে এই সবই উপরের আবরণ । আসল রহস্য অনেক গভীরে।