ইংরেজবাজারে বিজেপি বিধায়কের গাড়ি দুর্ঘ.টনা! 

মালদহের ইংরেজবাজারে বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ আর তাতেই ক্ষতিগ্রস্ত বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর (Srirupa Mitra Chowdhury) গাড়ি। বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা (Road Accident) ঘটে। বাইকের আরোহীরাও জখম হয়েছেন। আহত বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সামান্য চোট পেয়েছেন বলে খবর। তবে সেটা গুরুতর নয়।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে বিধায়কের গাড়ির পিছন দিক থেকে চার যুবক একটি বাইকে করে আসছিলেন। দ্রুত গতিতে এসে বাইকটি বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ির পিছনের দিকের কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Previous article‘খুন-ধর্ষণ-ডাকাতির শীর্ষে মুসলিমরাই’, বিতর্কিত মন্তব্য সংখ্যালঘু নেতার
Next articleখু.নের হুম.কি পেলেন মুকেশ আম্বানি! বাড়ল নিরা.পত্তা