ইমেল মারফত খুনের হুমকি দেওয়া হল রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Reliance Industries Chairman Mukesh Ambani)। চলতি সপ্তাহের গোড়াতেই এই মেল এসেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই প্রথম নয় এর আগেও রিলায়েন্সের কর্ণধারকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। তবে এবার চিঠির পাশাপাশি কুড়ি কোটি টাকাও দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরই আম্বানির (Mukesh Ambani) বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানান।

গত ২৭ অক্টোবর শাদাব খান নামের এক ব্যক্তির কাছ থেকে এই হুমকি ইমেল আসে। সেখানে আম্বানিকে উদ্দেশ্য করে লেখা হয়, “২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে।” এরপরই রিলায়েন্স কর্তার বাড়ির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এর নেপথ্যে বড় কোনও গ্যাং লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
