Wednesday, November 12, 2025

বাম আমলে নিয়োগ দুর্নীতির কথা আগেই প্রকাশিত। বিভিন্ন চিঠি-চিরকুট প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এবার রেশন দুর্নীতিতে বিগত বামফ্রন্ট সরকারের নেতা-মন্ত্রীরা জড়িত বলে তথ্য পেয়েছে খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডির অনুমান, ২০০৭ সাল থেকে রেশন (Ration) দুর্নীতির সূত্রপাত। তৎকালীন বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নেয়, গ্রাহকদের রেশনে গমের বদলে আটা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে সেই ব্যবস্থা চালু হয়। বাকিবুর রহমানের রাইস মিল আগেই সরকারি উদ্যোগে কেনা ধান ভাঙিয়ে চাল উৎপাদন করে রেশনে (Ration) সরবরাহ করত। বামফ্রন্ট সরকারের নয়া সিদ্ধান্তে তিনি আটা কলও চালু করেন। গম থেকে আটা তৈরি করে রেশন দোকানে পাঠানোর বরাতও পান সম্প্রতি ইডির হাতে ধৃত বাকিবুর।

শুক্রবার গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyatipriyo Mallik)। তারপর থেকেই প্রশ্ন উঠছে, কবে থেকে শুরু হয়েছিল রেশন দুর্নীতি? আর খাদ্য দফতর সূত্রে খবর, বাম জমাতেই এর শুরু। রেশনে গ্রাহকদের গমের পরিবর্তে আটা দেওয়ার রীতি দেশের অন্য কোনও রাজ্যে নেই। পশ্চিমবঙ্গে বিগত বাম সরকার এটা চালু করে। রেশনে যে গম সরবরাহ হয়, কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়ে তার উপর নতুন কন্ট্রোল অর্ডার জারি করে খাদ্য দফতর। তৎকালীন বামফ্রন্ট সরকারের খাদ্য দফতর ফরওয়ার্ড ব্লকের কাছে থাকলেও, অভিযোগ সিপিএমের এক প্রভাবশালী মন্ত্রী এই বিষয়টা চালু করতে অতি সক্রিয় হয়ে ওঠেন।

এর পরেই একের পর এক আটা কল তৈরি হয়। আর তৎকালীন রাজ্য সরকার এই আটা কলগুলি গম ভাঙিয়ে আটা সরবরাহ করার চুক্তি শুরু করে। এই ব্যবস্থাই এখনও চলছে। তবে, রেশন ডিলারদের সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা করায় কলকাতা, ব্যারাকপুর, হুগলি, আসানসোলের এলাকায় রেশনে আটা সরবরাহ করতে পারেনি বাম সরকার। তদন্তকারীদের মতে বাম জমানাতেই এই দুর্নীতির সূত্রপাত।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version