Tuesday, August 12, 2025

২০ নয় দিতে হবে ২০০ কোটি! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুকেশ আম্বানিকে খু.নের হু.মকি

Date:

২৪ ঘণ্টাও কাটল না। ফের খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান (Chairman Reliance Industries) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুক্রবারই ২০ কোটি টাকা চেয়ে ইমেল মারফত হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানি। এবার টাকার অঙ্ক একেবারে ১০ গুণ বাড়িয়ে ২০০ কোটি টাকা চাওয়া হল আম্বানির থেকে। পুলিশ সূত্রে খবর, শুক্রবারের পর শনিবারও ফের ইমেল (Email) মারফত হুমকি চিঠি পেয়েছেন মুকেশ। এবার তাঁর কাছ থেকে ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে শুক্রবার যে মেল আইডি থেকে হুমকি বার্তা এসেছিল, শনিবারও সেই আইডি থেকেই ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির কাছে যে হুমকি বার্তা এসেছিল, তাতে লেখা ছিল, যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তবে প্রাণে মেরে দেব। আমাদের কাছে ভারতের সেরা শ্যুটার রয়েছে। উড়ো ইমেল আসার পরই তড়িঘড়ি আম্বানির সিকিউরিটি ইনচার্জ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ দায়ের করে। এরপর শনিবারই ফের ওই মেইল আইডি থেকেই আরেকটি হুমকি বার্তা আসে বলে অভিযোগ। তবে শনিবারের ওই হুমকিবার্তায় লেখা ছিল, আপনি আমাদের ইমেলের জবাব দেননি। এবার টাকার অঙ্ক ২০০ কোটি হয়ে গেল। না দিলে আপনার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে।

তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাদাব খান নামক এক ব্যক্তির ইমেল আইডি থেকে আম্বানির কাছে ওই হুমকি বার্তা আসে। মুকেশের নিরাপত্তারক্ষীই প্রথম উড়ো মেসেজ দেখতে পেয়ে পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে, অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

আগামী সোমবার মন্ত্রীসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আগামী সোমবার ১৮ অগস্ট ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)...

ট্রাম্পের ট্যারিফে কী পর্যায়ে ভারতের বাণিজ্যচুক্তি? অভিষেকের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

ভারতের উপরে দুই ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (America)। ট্রাম্পের ট্যারিফ চাপানো নিয়ে উত্তাল দেশ। ধাক্কা...

১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের...

সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

বছর দুয়েক আগে 'পাঠান' বা 'জওয়ান' দেখতে কাকভোর থেকেই সিনেমা হলের বাইরে লম্বা লাইন দিয়েছিলেন শাহরুখ ফ্যানেরা। এবার...
Exit mobile version