Sunday, November 9, 2025

দেশবাসীকে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার পরামর্শ! মন কি বাতে ‘মাই ইয়ং ইন্ডিয়া’ গঠনের ডাক মোদির

Date:

‘আত্মনির্ভর ভারত’ গঠনের লক্ষ্যে প্রথম থেকেই প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ফের উৎসবের মরশুমে দেশবাসীকে ‘ভোকাল ফর লোকাল’ (Vocal for Local) হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। রবিবার ১০৫তম ‘মন কি বাত’ (Mann ki Baat) অনুষ্ঠানে মোদি জানান, ২ অক্টোবর অর্থাৎ চলতি বছরের গান্ধী জয়ন্তীতে (Gandhi Jayanti) খাদি মহোৎসবে রেকর্ড বিক্রির নজির তৈরি হয়েছে। আগামিদিনেও দেশের মানুষকে দেশীয় উৎপাদনকে এভাবেই উৎসাহিত করার ডাক দেন নমো। এরপরই সবাইকে স্থানীয় পণ্য কেনার সময় ইউপিআই ব্যবহারেরও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন মন কি বাতের শুরুতেই উৎসবের মরসুমে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অনুষ্ঠান এমন সময়ে হচ্ছে, যখন গোটা দেশবাসী উৎসবের মেজাজে রয়েছে। আপনাদের সকলকে আমি আসন্ন উৎসবের জন্য অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। রবিবারের মন কি বাত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতি নিজের শ্রদ্ধা ব্যক্ত করার পাশাপাশি ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী পালনের উপরও জোর দিয়েছেন তিনি। উল্লেখ্য, সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩১ অক্টোবর দেশজুড়ে একটি সংগঠন প্রতিষ্ঠার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ‘মাই ইয়ং ইন্ডিয়া’ বা ‘মেরা যুব ভারত’ নামের ওই সংগঠন দেশ গড়ার কাজে যুবকদের সক্রিয় অংশগ্রহণের আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে এদিন এখানেই থেমে না থেকে আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে আদিবাসী গৌরব দিসব উদযাপনের কথাও দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, এশিয়ান গেমসে ভারতের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সাফল্যের জন্য এশিয়ান গেমসের অ্যাথলিটদের কুর্নিশ জানাই।

 

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version