Sunday, November 9, 2025

পালানোর ছক বানচাল! সিউড়িকাণ্ডে জালে অন্যতম অ.ভিযুক্ত, অধরা মূল পাণ্ডা

Date:

সিউড়ি হত্যাকাণ্ডের(Suri Murder) অন্যতম অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইমরান (Md Imran)। অভিযুক্ত ইমরান সিউড়ির চুড়িপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ (CCTV) দেখে তাকে চিহ্নিত করা হয়। খুনের সময় ঘটনাস্থলে বাইক নিয়ে ইমরান হাজির ছিল বলে তদন্তকারীদের দাবি। পুলিশ সূত্রে খবর, কলকাতা যাওয়ার ছক ছিল ইমরানের। তার আগেই সিউড়ির চুড়িপাড়া এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের উপর দাঁড় করিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে। শনিবার সকালে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নৃশংস সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ ইমরানকে। সিউড়ি রেল স্টেশন লাগোয়া একটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ইমরানকে জেরা করে মূল অভিযুক্তের নাম জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের নাম শেখ মুবারক। ওই অভিযুক্তের খোঁজে জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ কুতুবউদ্দিন। তাঁর বাড়ি সাঁইথিয়া থানা এলাকার নবডাঙাল গ্রামে। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে দু’জন যুবককে আটক করে। তারপরেই ইমরানকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে সিসিটিভি ক্যামেরায় হাড়হিম করা এই হত্যালীলার ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ থেকে পুলিশ জানতে পারে, ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে প্রথমে মারধর করা হয়। তারপর ইমরান বাইক নিয়ে বেরিয়ে গেলেও মুবারক সেখানে ছিল। সেই পাথর দিয়ে লাগাতার আঘাত করে যুবককে। এদিকে খুনের কারণ হিসাবে উঠে আসছে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্ব। স্থানীয় সূত্রে খবর, কুতুবউদ্দিন প্রায়শই সিউড়ি শহরের কালীপুর গ্রামে যেতেন। যুবকের পরিবারের অভিযোগ, খুনের নেপথ্যে সেই তরুণীর যোগ রয়েছে।

 

 

 

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version