Monday, November 10, 2025

পালানোর ছক বানচাল! সিউড়িকাণ্ডে জালে অন্যতম অ.ভিযুক্ত, অধরা মূল পাণ্ডা

Date:

সিউড়ি হত্যাকাণ্ডের(Suri Murder) অন্যতম অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইমরান (Md Imran)। অভিযুক্ত ইমরান সিউড়ির চুড়িপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ (CCTV) দেখে তাকে চিহ্নিত করা হয়। খুনের সময় ঘটনাস্থলে বাইক নিয়ে ইমরান হাজির ছিল বলে তদন্তকারীদের দাবি। পুলিশ সূত্রে খবর, কলকাতা যাওয়ার ছক ছিল ইমরানের। তার আগেই সিউড়ির চুড়িপাড়া এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের উপর দাঁড় করিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে। শনিবার সকালে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নৃশংস সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ ইমরানকে। সিউড়ি রেল স্টেশন লাগোয়া একটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ইমরানকে জেরা করে মূল অভিযুক্তের নাম জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের নাম শেখ মুবারক। ওই অভিযুক্তের খোঁজে জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ কুতুবউদ্দিন। তাঁর বাড়ি সাঁইথিয়া থানা এলাকার নবডাঙাল গ্রামে। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে দু’জন যুবককে আটক করে। তারপরেই ইমরানকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে সিসিটিভি ক্যামেরায় হাড়হিম করা এই হত্যালীলার ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ থেকে পুলিশ জানতে পারে, ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে প্রথমে মারধর করা হয়। তারপর ইমরান বাইক নিয়ে বেরিয়ে গেলেও মুবারক সেখানে ছিল। সেই পাথর দিয়ে লাগাতার আঘাত করে যুবককে। এদিকে খুনের কারণ হিসাবে উঠে আসছে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্ব। স্থানীয় সূত্রে খবর, কুতুবউদ্দিন প্রায়শই সিউড়ি শহরের কালীপুর গ্রামে যেতেন। যুবকের পরিবারের অভিযোগ, খুনের নেপথ্যে সেই তরুণীর যোগ রয়েছে।

 

 

 

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version