Monday, November 3, 2025

অভিজিৎ ঘোষ, যোধপুর (রাজস্থান)

আজ এক অন্য গল্প। গল্প বলছি এই কারণে, যে যোধপুরের (Jodhpur) দেওয়াল, কুঠী, ঝিলের জল আর লোকের মুখে মুখে খবর, সলমনকে ফাঁসানো হয়েছে। কে কাকে ফাঁসিয়েছে সে তো পরের কথা। তার বিচার করবে আদালত। কিন্তু যে কথা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কথা শুনলে আপনার চক্ষুচড়কগাছ হতে বাধ্য।

সেটা ১৯৯৮ সাল। সুরেশ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছিল যোধপুরে। শুটিংয়ে দীর্ঘ সময় ধরে গোটা টিম ছিল যোধপুরে। সলমন, সইফ, তাব্বু, সোনালীরা ছিলেন। সেখানেই ঘটেছিল সেই কালো হরিণ শিকারের অভিযোগ। মামলা আদালতে পৌঁছায়। বহুদিন পর তা কোর্টে উঠলে সলমনের (Salman Khan) জেলের নির্দেশ হয়। যদিও ভাইজান হাইকোর্টে গিয়ে জামিন পান।

 

কিন্তু যারা একটু রাজনীতির খবর রাখেন, তাঁরা তো বটেই, এমনকী রাজঘরানা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা শোনালেন অন্য গল্প। এ গল্পের সত্যাসত্য জানা নেই। কিন্তু বলছেন এলাকারই মানুষজন।

কী সেই ঘটনা? যোধপুরের রাজা গজ সিং। যিনি এখনও জীবিত। বয়স বছর ৭৫। তাঁর এক ছেলে এক মেয়ে। ছেলে শিবরাজ আর মেয়ে শিবরঞ্জনী। মেয়েকে ঘিরেই এই কাণ্ড। শিবরঞ্জনী বিদেশে শিক্ষিত। ব্যবসা করেন জমিয়ে। নিজের পোলো টিম আছে। তাঁর বিয়ে নিয়ে নানা কথা শোনা যায়। বারবার বিয়ে ভাঙার গল্পও আছে। হাম সাথ সাথ ছবির শুটিংয়ের সময় উমেদ ভবনেই সলমন খানের সঙ্গে আলাপ। ক’দিনেই নাকি মন দেওয়া-নেওয়া। সম্পর্কের খবর কানে যেতেই ক্ষুব্ধ গজ সিং শিবরঞ্জনীকে সাবধান করেন।

যোধপুর উমেদভবন

রাজা গজ সিং

শিবরঞ্জনী

কিন্তু অমোঘ টানে লাগাম দিতে না পারায় শেষে নাকি এলাকার বিষ্ণোই আদিবাসীদের কাজে লাগিয়ে শিকারের প্লট সাজিয়ে সলমনকে ফাঁসিয়ে ছিলেন রাজা। সঙ্গে সইফ, তাব্বু আর সোনালীকে জড়ান মামলা সাজাতে। তারপরের ঘটনা সকলের জানা। কিন্তু এই গল্প কতখানি সত্য তা বলা মুশকিল, কিন্তু এলাকার বহু মানুষ মোটেই সলমন খানকে দোষী মানতে চান না। তাঁরা বলছেন, রাজা কি খেল!

যোধপুরে না এলে এমন বিস্ময়কর ঘটনা অজানাই থেকে যেত!

 

 

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version