Monday, November 24, 2025

বিশ্বভারতীর ফলকের ভুল শুধরে নিক কেন্দ্র: প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তো.প মমতার

Date:

ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) উদ্যোগে লাগানো ফলক নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কারণ, সেই ফলকে নেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ তথা উপাচার্যকে আত্মপ্রচারমূলক এবং অহঙ্কারী বলে ফের কটাক্ষ করেন মমতা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিশ্বভারতীর ফলকের এই ভুল শুধরে নেওয়ার আবেদন জানিয়েছেন। গত মাসেই শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছিল ইউনেস্কো। হেরিটেজ প্রাপ্তির ফলকে নেই কবিগুরুর নাম। আর তা নিয়েই ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) লিখেছেন, “কবিগুরুকে ব্রাত্য রেখে আত্মপ্রচারমূলক, অহংকারী প্রচার চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। শান্তিনিকেতনকে সম্মান দিয়েছে ইউনেস্কো।” ফলকে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। কিন্তু সেখানে নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। উপাচার্যের নাম না করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”বর্তমানে সেখানকার প্রধান কবিগুরুর অবদান ভুলে নিজের নামের প্রচার চালাচ্ছেন। ওই ফলক সরিয়ে ফেলুন যেখানে কবিগুরুকে অসম্মান করা হয়েছে। সামান্য মানবিকতা দেখান। সম্মান করুন।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, এই ভুল শুধরে নেওয়ার জন্য় পদক্ষেপ করা হোক।

অধ্যাপক সংগঠন, আশ্রমিক থেকে শুরু করে আমজনতা সমাজের সর্বস্তরে থেকে সমালোচনা, শাসকদলেক আন্দোলনের পরও বিতর্কিত ফলক এখনও সরায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য কেন্দ্রের কাছে মমতার আর্জি, এই চরম ভুল শুধরে নেওয়ার জন্য় পদক্ষেপ করুক দিল্লিতে ক্ষমতাসীন সরকার।

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...
Exit mobile version