Thursday, August 21, 2025

নিজেকে অ.পরাধী মনে হয় না, ত.দন্তের মুখোমুখি হতে তৈরি: জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী

Date:

ইডি দফতরে রবিবার নথি জমা দিতে গিয়েছিলেন তিনি। বেরনোর সময় তাঁকে প্রশ্ন করে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল সাংবাদিকদের। সেই জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক অবশেষে সোমবার মুখ খুললেন সংবাদমাধ্যমের সামনে। এদিন উচ্চশিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক দাবি করলেন, তদন্ত করলে সব প্রকাশ্যে আসবে।তিনি বলেন, সবটাই এখনও তদন্ত সাপেক্ষ। এখনও কিছু বলার সময় আসেনি। ইডি আগে গ্রেফতার করে তারপর হয় তদন্ত। ফলে এখন কিছু বলতে পারব না।

ইডি ডাকলে হাজিরা দেবেন তিনি? প্রিয়দর্শিনী বলেন, আমাকে ডাকা হলে ব্যখ্যা দেব। তদন্তে সহযোগিতা অবশ্যই করব। মেডিক্যাল ডকুমেন্ট দিতে গিয়েছিলাম। এখনও জেরা করতে ডাকেনি।এরপরই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনও পর্যন্ত নিজেকে অপরাধী মনে হয় না। আমার কাছে আমার যুক্তি আছে। আমি তদন্তের মুখোমুখি হতে তৈরি। কোনও অসুবিধা নেই। শান্তিনিকেতনে বাড়ি রয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, বাড়ি তো আছে সেটা তো অস্বীকার করছি না।তবে আমার নামে বাড়ি না, পরিবারের কারও নামে। বাকিটা সময়ের সঙ্গে প্রমাণ হবে।

তিনি আরও জানিয়েছেন, সোমবার অফিসে আসার আগেও হাসপাতালে বাবার সঙ্গে দেখা করেছেন তিনি। জ্যোতিপ্রিয়বাবুর অবস্থা শনিবারের থেকে অনেকটা ভালো বলে জানান। তবে জ্যোতিপ্রিয়বাবুর গ্রেফতারির পিছনে শুভেন্দু অধিকারীর চক্রান্ত রয়েছে কি না এব্যাপারে মুখ খুলতে চাননি তিনি। তিনি বলেন, ‘আমি রাজনীতির লোক না।কখনও সক্রিয় রাজনীতি করিনি। ফলে এব্যাপারে কিছু বলতে পারব না। সময়ের সঙ্গে সব বোঝা যাবে। তদন্ত হলে সব সামনে আসবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version