Tuesday, November 4, 2025

রেল লাইন পেরোতে যাওয়াই কাল! মা-দুই মেয়েকে পি.ষে মা.রল বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

ফের বড়সড় দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। রবিবার বিকেলে যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরটের (Meerut) কাছে কাসামপুর ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন লাইন পারাপার করতে গিয়েই বন্দে ভারত এক্সপ্রেসে সজোরে ধাক্কা খান ৪০ বছর বয়সী এক মহিলা ও তার দুই কন্যা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে খবর। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিনজনই উত্তরপ্রদেশের কানকারখেরার বাসিন্দা। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। রবিবার বিকেলে মোনা নামক বছর চল্লিশের ওই মহিলা তাঁর স্বামী নরেশ ও দুই মেয়ে মনীষা (১৪) ও চারু (৭)-র সঙ্গে যাচ্ছিলেন। জানা গিয়েছে, এদিন নরেশ হাতে টানা ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই ঠেলাগাড়িতেই বসেছিলেন মোনা ও তাঁর দুই মেয়ে। রবিবার কাসামপুর রেলওয়ে ক্রসিংয়ের রেলগেট বন্ধ ছিল। কিন্তু সেই রেলগেটের নীচ থেকেই পেরিয়ে যান সকলে। এরপরে ঠেলাগাড়িটিকে টেনে নিয়ে যাওয়ার সময়ই অপর দিক থেকে দ্রুতগতিতে আসা বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে তাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠেলাগাড়িতে বসে থাকা মোনা ও তাঁর দুই কন্যার।

এদিকে চোখের সামনে পরিবারকে শেষ হয়ে যেতে দেখে শোকস্তব্ধ নরেশ। তিনি বলেন, ভেবেছিলাম রেলগেট টপকে ছোট ঠেলায় বসিয়ে তাড়াতাড়ি ওদের পার করিয়ে দেব। কিন্তু বন্দে ভারত ট্রেন তখন কাছাকাছি চলে এসেছিল। তাড়াতাড়ি করেও পারিনি প্রাণে বাঁচাতে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...