Friday, August 22, 2025

রেশন কাণ্ড (Ration Issue) নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন তৃণমূল সরকারের (TMC Government) প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্র (Central Government)। দিল্লি থেকে পাঠানো এক চিঠিতে খাদ্য দফতরের কাজের প্রশংসা করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Minister of Food and Supplies of West Bengal)। মাস দুয়েক আগে কেন্দ্র ওই চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

রেশন নিয়ে ‘দুর্নীতি’র অভিযোগ তুলে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের দিকে যতই আঙ্গুল তুলুক না কেন, আসলে বাংলার সরকার যে নিরলস ভাবে মানুষের জন্য কাজ করে চলেছে ফের একবার তা স্পষ্ট হয়ে গেল। কারণ রাজ্যের খাদ্য দফতর যেভাবে কাজ করেছে তা রীতিমতো প্রশংসার যোগ্য বলে খোদ কেন্দ্রীয় সরকারের তরফেই অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। গত ৩১ অগস্ট ওই চিঠিটি পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে বাংলায় কোথাও ম্যানুয়াল রেশন সামগ্রী ডিস্ট্রিবিউশন (Manual Ration Distribution) হয়নি। আসলে অটোমেটেড ডিস্ট্রিবিউশনের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কেন্দ্র। কোথাও কোনও ম্যানুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি না, তা অন্নবিতরণ পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলকও করা হয়েছে মে মাস থেকে। ক্রমাগত চলছে নজরদারি। আর সবদিক খতিয়ে দেখার পর এই চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গকে। বাংলার খাদ্য দফতরের গণবণ্টন ব্যবস্থার এই সাফল্যের প্রশংসা করেছে কেন্দ্র। খাদ্যমন্ত্রী বলছেন, সমস্ত রেশন কার্ডের KYC করানো আছে। যাতে সঠিকভাবে জিনিস ওজনে কোনও সমস্যা না হয় সে কারণে প্রায় ১৬ হাজার দোকানে ই-ওয়েং স্কেলের ব্যবস্থা করা হয়েছে। বায়োমেট্রিকে সমস্যা নজরে এলে, আইডি স্ক্যানারের ব্যবস্থাও করা হয়েছে। আর রাজ্যের এইসব কাজেই খুশি কেন্দ্র সরকার।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version