হাওড়ায় ডে.ঙ্গি আক্রা.ন্তের মৃ.ত্যু ঘিরে চা.ঞ্চল্য!

উৎসবের মরশুমে ডেঙ্গি (Dengue) নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিসংখ্যান বলছে, মহালয়া থেকে দশমী পর্যন্ত ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার। মঙ্গলবার ডেঙ্গি (Dengue Death) আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৬ বছরের এক যুবকের, নাম অতীশ সিং। জানা যাচ্ছে হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। গত তিনদিন ধরে শহরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের কথা উল্লেখ করা আছে।

ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে (Nabanna)। কলকাতার মেয়র নিজে এবং মেয়র পরিষদের অন্যান্য সদস্যরাও সচেতনতার প্রচার করেছেন। মানুষ যদি এই বিষয়ে সতর্ক না হয় তাহলে যে ডেঙ্গির দাপট বাড়বে তেমন আশঙ্কাই করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Previous articleপর্যটক টানতে থাইল্যান্ডের জন্য ৬ মাসের ভিসা নীতি শিথিল
Next articleরাতারাতি প্রিয়দর্শিনীর জারি করা নির্দেশিকা বা.তিল! কেন?