বীরভূমের (Birbhum) রাজনগরের বাগদি পাড়া এলাকায় লক্ষ্মীপুজোর পর সকলকে ভোগ (Laxmi puja prasad) বিতরণ করা হয়েছিল। কিছুটা খিচুড়ি ভোগ বাড়তি থেকে যাওয়ায় তা রেখে দেওয়া হয়। পরেরদিন সেই বাসি ভোগ খাওয়ার পর ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। এক শিশু এবং বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। অসুস্থদের সিউড়ি হাসপাতালে (Siuri Hospital) নিয়ে যাওয়া হয়েছে।বিষক্রিয়ার ফলেই এই ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । যাঁরা পুজোর আয়োজন করেছিলেন তাঁদের সঙ্গে কথা বলতে শুরু করেছে পুলিশ।
