উৎসবের রেশ কিছুটা ফিকে হতেই, ফের সংস্কৃতির পীঠস্থান কলকাতা ফিরে গেছে তার পুরনো ছন্দে। ‘সংস্কৃতি সাগর’ নিবেদন করছে “বিয়ন্ড ফিউশন” নামে এক অনন্য সঙ্গীত সন্ধ্যা। এটি অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর, নজরুল মঞ্চে। এই অনুষ্ঠানে পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পন্ডিত বিক্রম ঘোষ, কৌশিকী চক্রবর্তী, শিবমণি অংশ নেবেন।

আয়োজকদের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে জি.ডি.বিড়লা সভাঘরে উপস্থিত ছিলেন পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পন্ডিত বিক্রম ঘোষ, আয়োজকদের পক্ষে গৌতম ধাবলে, মধুমন্তী মৈত্র প্রমুখ। শহরে শীতের হালকা আমেজে এইরকম একটি সঙ্গীতের অনুষ্ঠান শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী আয়োজকেরা।
