Monday, November 3, 2025

দিঘা (Digha) যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ১১৬ বি জাতীয় সড়কের দিঘা নন্দকুমার কাঁথি বাইপাসের কাছে বুধবার দুপুরে ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে এদিন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক। জানা গিয়েছে, বুধবার বিকেলে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি বাস। এরপর আচমকাই ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে যায় দুর্ঘটনা।

এদিকে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এদিন দুর্ঘটনার ভয়াবহতা দেখে চোখ কপালে ওঠার অবস্থা প্রত্যক্ষদর্শীদের। তাঁরা কীভাবে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করবেন, তা বুঝেও উঠতে পারছিলেন না। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো গাড়ি কেটে দেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দিঘা থেকে একটি বাস কলকাতার উদ্দেশে যাচ্ছিল। কাঁথির শকুন্তলা লজের সামনে দ্রুত গতিতে থাকা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। পরে পুলিশ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক চার জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে এদিন দুর্ঘটনার পর ব্যাপক যানজট সৃষ্টি হয়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Related articles

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব

দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chirenjit Bhattacharya)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য...

যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে! মৃত ১২, আহত ৫০

রাজস্থানের যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে (Jodhpur in Rajsthan)! ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জয়পুরের হারমাদা...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

৩ নভেম্বর (সোমবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সপ্তাহের শুরুতে বাড়ল সোনার দাম

সোমবার ৩ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২১২০ ₹     ১২১২০০ ₹ খুচরো পাকা সোনা    ১২১৮০...
Exit mobile version