Saturday, May 3, 2025

দিঘা (Digha) যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ১১৬ বি জাতীয় সড়কের দিঘা নন্দকুমার কাঁথি বাইপাসের কাছে বুধবার দুপুরে ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে এদিন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক। জানা গিয়েছে, বুধবার বিকেলে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি বাস। এরপর আচমকাই ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে যায় দুর্ঘটনা।

এদিকে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এদিন দুর্ঘটনার ভয়াবহতা দেখে চোখ কপালে ওঠার অবস্থা প্রত্যক্ষদর্শীদের। তাঁরা কীভাবে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করবেন, তা বুঝেও উঠতে পারছিলেন না। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো গাড়ি কেটে দেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দিঘা থেকে একটি বাস কলকাতার উদ্দেশে যাচ্ছিল। কাঁথির শকুন্তলা লজের সামনে দ্রুত গতিতে থাকা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। পরে পুলিশ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক চার জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে এদিন দুর্ঘটনার পর ব্যাপক যানজট সৃষ্টি হয়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Related articles

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...
Exit mobile version