Sunday, August 24, 2025

২০২৪-এর লোকসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে।বুধবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে উঠে এল ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

আর মাত্র কয়েক মাস বাকি পরবর্তী লোকসভা নির্বাচনের। তার আগে, বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। মঙ্গলবার তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম-কে নিয়ে সর্বদল বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। তার পর বুধবারই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। তাতে বাংলায় ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫।

বুধবার রাজ্য নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, সেই অনুয়ায়ী, বাংলায় ভোটারের সংখ্যা যেমন ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ বেড়েছে, তেমনই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জন। নতুন করে ভোটার তালিকায় নাম ঢুকেছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জনের।  আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। তার পর আগামী বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

২০২৪-এর লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূল-বিজেপি সব দলেরই প্রতিনিধিরা। বৈঠকে বুথ লেভেল অফিসার নিয়োগে স্বচ্ছতা, রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট হওয়ার যোগ্যতার মতো একাধিক বিষয়ের ওপর জোর দেয় সিপিএম, কংগ্রেস। উঠে আসে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গও।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version