Thursday, November 6, 2025

খুলল দরজা, রাফাহ সীমান্ত দিয়ে মিশরের পথে গাজার দুর্গতরা

Date:

দীর্ঘ টালবাহানার পর গাজায় আটকে থাকা বিদেশীদের জন্য অবশেষে খুলল মিশরের দরজা। বিদেশীদের পাশাপাশি রাফাহ সীমান্ত মিশর যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে অসুস্থ, জখমদের। রাফাহ সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর হাজার হাজার অসুস্থ, জখম, ঘরছাড়া প্যালেস্তিনীয় সীমান্তে অপেক্ষা করছেন যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে পালানোর জন্য। জানা যাচ্ছে, প্রথম দফায় বহু মানুষ এই সীমান্ত দিয়ে মিশরে রওনা দিয়েছেন।

ইতিমধ্যেই গাজার সব থেকে বড় জাবালিয়া শরণার্থী শিবির ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। গাজা সীমান্ত বন্দর কর্তৃপক্ষ ৫০০ জনের বেশি বিদেশি এবং দ্বৈত নাগরিকত্ব আছে, এমন ব্যক্তির নাম প্রকাশ করেছে। তাঁদের রাফাহ সীমান্তে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফায় বিদেশি নাগরিকদের সীমান্ত পার করা হবে। এছাড়াও ৮১ জন গুরুতর জখম প্যালেস্তিনীয়কে মিশরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। তবে এখানে সমস্যা বেধেছে এই মুহূর্তে গাজায় কোনও ইন্টারনেট এবং ফোন পরিষেবা নেই। প্যালেস্তিনীয় টেলিকম কোম্পানি জানিয়েছে, পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাঁচদিনের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার বাসিন্দারা বাকি বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

গাজার (Gaza) সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ইজরায়েলের(Israel) হামলায় ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েল সেনা জানিয়েছে, ওই বিস্ফোরণে হামাসের (Hamas) এক কমান্ডারের মৃত্যু হয়েছে। ওই কমান্ডার ৭ অক্টোবর ইজরায়েলে হামলার জন্য অন্যতম দায়ী। পাশাপাশি হামাস নেতা সালে আল অরুরির বাড়ি ভেঙে দিয়েছে ইজরায়েলি সেনা। তবে ইজরায়েলের লাগাতার হামলার জেরে গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। জানা গিয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ফের ইজরায়েল সফরে যাবেন। সেখানে ইজরায়েল সরকারের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version