গুরুতর অ.সুস্থ নোবেল জয়ী অভিজিৎ বিনায়কের মা, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী

বিকেলে হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী নির্মলাদেবীকে দেখে আসেন। তাঁর চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবরও নেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে

গুরুতর অসুস্থ নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলাদেবী। বেশ কয়েকদিন ধরেই শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নোবেল জয়ীর মা। তাঁকে দেখতে বৃহস্পতিবার ওই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান। তিনি লেখেন, “প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং নোবেল বিজয়ী প্রফেসর অভিজিৎ বিনায়কের মায়ের অবস্থায সংকটজনক। এই খবর শুনে আমি দুঃখিত। আমি এখন তাঁকে হাসপাতালে দেখতে যাচ্ছি। আসুন আমরা ওনার জন্য সুস্থতার প্রার্থণা করি।”

নির্মলাদেবীর পারিবারিক সূত্রের খবর, তিনি পালমোনারি সমস্যায় ভুগছেন। কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়েছিলেন, তখন থেকেই চিকিৎসাধীন তিনি। বিকেলে হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী নির্মলাদেবীকে দেখে আসেন। তাঁর চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবরও নেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এরপর রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য রাজভবনেও যান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:১০০ দিনের বকেয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

Previous article১০০ দিনের বকেয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
Next articleহাতির দলের তাণ্ডব কোচবিহারে, জখম একাধিক