Sunday, August 24, 2025

মমতার পর বাঘেল: নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অ.ভিযোগ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

Date:

টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে গেরুয়া শিবির। ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত থেকে গাড়ির ডিকি থেকে টাকা উদ্ধারও হয়। সামনে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। তার আগে একই অভিযোগ করলেন সেখানকার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বঘেল (Bhupesh Baghel)।

বৃহস্পতিবার, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটারদের প্রভাবিত করতে নির্বাচনের আগে টাকা ও উপহার বিলি করছে BJP। এরপরে বিস্ফোরক অভিযোগ করেন বাঘেল (Bhupesh Baghel)। তাঁর অভিযোগ, সেই কাজে কেন্দ্রীয় বাহিনী CRPF-এর গাড়ি ব্যবহার করা হচ্ছে। CRPF-এর গাড়ি তল্লাশির ব্যবস্থা করানোর জন্যেও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

৭ এবং ১৭ নভেম্বর দু’দফায় ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। গণনা ৩ ডিসেম্বর। ছত্তিশগড়ে মাওবাদী উপদ্রুত এলাকায় বেশ কয়েকটি ব্যাটেলিয়ন সিআরপিএফ মোতায়েন রয়েছে। সেই কারণে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলেও জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘হার জেনে মরিয়া হয়ে এখন ভোটারদের টাকা বিলি করছে বিজেপি। আর সেটা করছে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ব্যবহার করে। এটি অত্যন্ত গুরুতর বিষয়। নির্বাচন কমিশনের উচিত সিআরপিএফের গাড়িগুলি পরীক্ষা করে দেখা।’’

আরও পড়ুন: ইডির নজরে তিন নোটবুক, জ্যোতিপ্রিয়- বাকিবুরের যোগসূত্র খোঁজার চেষ্টা!

যে সব রাজ্যে পায়ের তলায় মাটি নেই বিজেপির- সেখানে টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছ গেরুয়া শিবির। এই অভিযোগ সব বিরোধী দলের। বাংলার নির্বাচনের আগে এখানেও বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলে শাসকদল। যে গাড়িতে টাকা উদ্ধার হয়, সেটি অসম থেকে আসছিল। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার একই অভিযোগ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version