Friday, November 7, 2025

ইডেনের টিকিট পাচ্ছেন না বিধায়করাই! ক্ষু.ব্ধ খোদ স্পিকার, সিএবিকে নোটিশ কলকাতা পুলিশের

Date:

৫ নভেম্বর ক্রিকেটের নন্দন কাননে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় দল (India vs South Africa)। চলতি বিশ্বকাপে (CWC 2023)এটাই ভারতের প্রথম ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কিন্তু ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়ছে পুলিশের খাতায়। এই ম্যাচের আমন্ত্রিতদের তালিকা যতই দীর্ঘ হোক না কেন, বাংলার বিধায়করাই টিকিট পাচ্ছেন না বলে বিস্ময় প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ক্ষোভপ্রকাশ করে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (CAB president Snehasis Ganguly) চিঠি দিয়েছিলেন তিনি। সেখানে ২৯৩ জন বিধায়কের জন্য অন্তত একটি করে টিকিট বরাদ্দের কথা বলা হয়। এই চিঠি পাওয়ার পর সিএবির সভাপতি সরাসরি বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেন। পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রি বিতর্কে এবার সিএবিকে (CAB) নোটিশ পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police) বলেই খবর।

রবিবারের হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি বাড়ছে।আড়াই হাজার টাকার টিকিট ১১হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। পুলিশ আসল পান্ডাকে ধরে টিকিটগুলি বাজেয়াপ্ত করে। এত টিকিট যাচ্ছে কোথায় ? সন্দেহ বাড়ছে পুলিশের। কালোবাজারির জন্যই কি CAB কর্তারা টিকিট সরিয়ে রাখছেন- ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।চলতি বিশ্বকাপে সাধারণ মানুষকে টিকিট কেনার সুযোগ না দিয়ে সরিয়ে রেখেছেন বোর্ড কর্তারা, এই মর্মে ময়দান থানায় অভিযোগ দায়ের হতেই বাংলার ক্রিকেটকর্তাদের এবং বুক মাই শো- কে (BMS) নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version