Saturday, November 1, 2025

নজিরবিহীন! অবসরের দিন গাড়ি চালিয়ে চালককে বাড়ি পৌঁছে দিলেন মেট্রোর জিএম

Date:

Share post:

কলকাতা মেট্রোর (Kolkata Metro) একেবারে শীর্ষ পদে রয়েছেন তিনি। কলকাতা মেট্রো রেলের জিএম (GM) পি উদয় কুমার রেড্ডির (Uday Kumar Reddy) গাড়ি চালাতেন কার্তিক চন্দ্র মণ্ডল (Kartik Chandra Mondal)। মঙ্গলবার তাঁর অবসরের দিনে সাহেবকে নিয়ে অফিসে আসার দিন শেষ। সেই মতো চাকরি জীবনের শেষ দিনে জেনারেল ম্যানেজারের দফতরে সংবর্ধনা জানানো হয় কার্তিক চন্দ্র মণ্ডলকে। সবারই মন ভারাক্রান্ত। মন খারাপ হওয়ারই কথা। অত্যন্ত নিষ্ঠাবান কর্মী ছিলেন তিনি। রোজ নির্দিষ্ট সময়ে পি উদয়কুমার রেড্ডিকে নিয়ে অফিসে আসতেন তিনি। এরপর বিভিন্ন সাইটে যাওয়ার সময় একেবারে নির্দিষ্ট সময়ে চলে যেতেন তিনি। কিন্তু একদিন তো অবসর নিতেই হবে। অনেকেই স্মৃতিচারণা করছিলেন।

পরে একরাশ মন খারাপ নিয়ে শেষবারের মতো এই অফিসটাকে দেখে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন কার্তিক চন্দ্র মণ্ডল। এমন সময় এগিয়ে এলেন পি উদয় কুমার রেড্ডি। ডাকলেন কার্তিক চন্দ্র মণ্ডলকে। গাড়ির দরজাটা খুলে দিলেন জিএম। চমকে যান কার্তিক চন্দ্র মণ্ডল। এতদিন তো স্যারের জন্য দরজাটা খুলে দিতেন কার্তিক চন্দ্র। আর এদিন সেই দরজা খুলে দিলেন জিএম। প্রথমে অস্বস্তি। জিএম কোনও কথা শোনেননি। যে মানুষটা এতদিন নিরাপদে তাঁকে অফিসে পৌঁছে দিয়েছেন চাকরির শেষ দিনে তাঁকেই নিজে হাতে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিলেন মেট্রোর জিএম। এই ছবি দেখে চমকে যান মেট্রোর পদস্থ কর্তারা।

তবে চমকের এখানেই শেষ নয়। পিছনের সিটে বসালেন  চালককে। এরপর গাড়ির স্টিয়ারিং ধরলেন খোদ জিএম। আর তাতেই চোখে জল চালকের। এর থেকে বড় সম্মান আর কী থাকতে পারে! জিএম নিজে গাড়ি চালিয়ে অফিস থেকে চালকের তেলেঙ্গাবাগানের বাড়িতে পৌঁছে দিলেন জিএম। একেবারে অন্য রকম জিএম। শ্রদ্ধায় মাথা নত করলেন মেট্রোর কর্মীরা।

 

 

 

spot_img

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...