Saturday, May 24, 2025

নজিরবিহীন! অবসরের দিন গাড়ি চালিয়ে চালককে বাড়ি পৌঁছে দিলেন মেট্রোর জিএম

Date:

Share post:

কলকাতা মেট্রোর (Kolkata Metro) একেবারে শীর্ষ পদে রয়েছেন তিনি। কলকাতা মেট্রো রেলের জিএম (GM) পি উদয় কুমার রেড্ডির (Uday Kumar Reddy) গাড়ি চালাতেন কার্তিক চন্দ্র মণ্ডল (Kartik Chandra Mondal)। মঙ্গলবার তাঁর অবসরের দিনে সাহেবকে নিয়ে অফিসে আসার দিন শেষ। সেই মতো চাকরি জীবনের শেষ দিনে জেনারেল ম্যানেজারের দফতরে সংবর্ধনা জানানো হয় কার্তিক চন্দ্র মণ্ডলকে। সবারই মন ভারাক্রান্ত। মন খারাপ হওয়ারই কথা। অত্যন্ত নিষ্ঠাবান কর্মী ছিলেন তিনি। রোজ নির্দিষ্ট সময়ে পি উদয়কুমার রেড্ডিকে নিয়ে অফিসে আসতেন তিনি। এরপর বিভিন্ন সাইটে যাওয়ার সময় একেবারে নির্দিষ্ট সময়ে চলে যেতেন তিনি। কিন্তু একদিন তো অবসর নিতেই হবে। অনেকেই স্মৃতিচারণা করছিলেন।

পরে একরাশ মন খারাপ নিয়ে শেষবারের মতো এই অফিসটাকে দেখে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন কার্তিক চন্দ্র মণ্ডল। এমন সময় এগিয়ে এলেন পি উদয় কুমার রেড্ডি। ডাকলেন কার্তিক চন্দ্র মণ্ডলকে। গাড়ির দরজাটা খুলে দিলেন জিএম। চমকে যান কার্তিক চন্দ্র মণ্ডল। এতদিন তো স্যারের জন্য দরজাটা খুলে দিতেন কার্তিক চন্দ্র। আর এদিন সেই দরজা খুলে দিলেন জিএম। প্রথমে অস্বস্তি। জিএম কোনও কথা শোনেননি। যে মানুষটা এতদিন নিরাপদে তাঁকে অফিসে পৌঁছে দিয়েছেন চাকরির শেষ দিনে তাঁকেই নিজে হাতে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিলেন মেট্রোর জিএম। এই ছবি দেখে চমকে যান মেট্রোর পদস্থ কর্তারা।

তবে চমকের এখানেই শেষ নয়। পিছনের সিটে বসালেন  চালককে। এরপর গাড়ির স্টিয়ারিং ধরলেন খোদ জিএম। আর তাতেই চোখে জল চালকের। এর থেকে বড় সম্মান আর কী থাকতে পারে! জিএম নিজে গাড়ি চালিয়ে অফিস থেকে চালকের তেলেঙ্গাবাগানের বাড়িতে পৌঁছে দিলেন জিএম। একেবারে অন্য রকম জিএম। শ্রদ্ধায় মাথা নত করলেন মেট্রোর কর্মীরা।

 

 

 

spot_img

Related articles

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...

OMR পার্থক্য থাকা প্রার্থীরা অযোগ্য: সুপ্রিম কোর্টে খারিজ আর্জি 

এসএসসির পরীক্ষার্থীদের মধ্যে যাদের ওএমআর শিটে অসঙ্গতি (মিসম্যাচ) (mismatch) আছে অর্থাত্‍ যাদের ওএমআর-র (OMR) নম্বরের সঙ্গে এসএসসির (SSC)...