Sunday, August 24, 2025

নজিরবিহীন! অবসরের দিন গাড়ি চালিয়ে চালককে বাড়ি পৌঁছে দিলেন মেট্রোর জিএম

Date:

কলকাতা মেট্রোর (Kolkata Metro) একেবারে শীর্ষ পদে রয়েছেন তিনি। কলকাতা মেট্রো রেলের জিএম (GM) পি উদয় কুমার রেড্ডির (Uday Kumar Reddy) গাড়ি চালাতেন কার্তিক চন্দ্র মণ্ডল (Kartik Chandra Mondal)। মঙ্গলবার তাঁর অবসরের দিনে সাহেবকে নিয়ে অফিসে আসার দিন শেষ। সেই মতো চাকরি জীবনের শেষ দিনে জেনারেল ম্যানেজারের দফতরে সংবর্ধনা জানানো হয় কার্তিক চন্দ্র মণ্ডলকে। সবারই মন ভারাক্রান্ত। মন খারাপ হওয়ারই কথা। অত্যন্ত নিষ্ঠাবান কর্মী ছিলেন তিনি। রোজ নির্দিষ্ট সময়ে পি উদয়কুমার রেড্ডিকে নিয়ে অফিসে আসতেন তিনি। এরপর বিভিন্ন সাইটে যাওয়ার সময় একেবারে নির্দিষ্ট সময়ে চলে যেতেন তিনি। কিন্তু একদিন তো অবসর নিতেই হবে। অনেকেই স্মৃতিচারণা করছিলেন।

পরে একরাশ মন খারাপ নিয়ে শেষবারের মতো এই অফিসটাকে দেখে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন কার্তিক চন্দ্র মণ্ডল। এমন সময় এগিয়ে এলেন পি উদয় কুমার রেড্ডি। ডাকলেন কার্তিক চন্দ্র মণ্ডলকে। গাড়ির দরজাটা খুলে দিলেন জিএম। চমকে যান কার্তিক চন্দ্র মণ্ডল। এতদিন তো স্যারের জন্য দরজাটা খুলে দিতেন কার্তিক চন্দ্র। আর এদিন সেই দরজা খুলে দিলেন জিএম। প্রথমে অস্বস্তি। জিএম কোনও কথা শোনেননি। যে মানুষটা এতদিন নিরাপদে তাঁকে অফিসে পৌঁছে দিয়েছেন চাকরির শেষ দিনে তাঁকেই নিজে হাতে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিলেন মেট্রোর জিএম। এই ছবি দেখে চমকে যান মেট্রোর পদস্থ কর্তারা।

তবে চমকের এখানেই শেষ নয়। পিছনের সিটে বসালেন  চালককে। এরপর গাড়ির স্টিয়ারিং ধরলেন খোদ জিএম। আর তাতেই চোখে জল চালকের। এর থেকে বড় সম্মান আর কী থাকতে পারে! জিএম নিজে গাড়ি চালিয়ে অফিস থেকে চালকের তেলেঙ্গাবাগানের বাড়িতে পৌঁছে দিলেন জিএম। একেবারে অন্য রকম জিএম। শ্রদ্ধায় মাথা নত করলেন মেট্রোর কর্মীরা।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version