Sunday, May 4, 2025

কুড়মালি ভাষায় এবার MA করার সুযোগ! এক্স হ্যান্ডেলে খুশির খবর শেয়ার করলেন মুখ্যমন্ত্রী

Date:

কুড়মালি ভাষায় (Kudmali Language) এবার MA করার সুযোগ! এক্স হ্যান্ডেলে খুশির খবর শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। কুড়মালি ভাষার স্বীকৃতির দাবি ছিল দীর্ঘদিনের। পরে সেই ভাষার স্বীকৃতি দেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও কুড়মালি ভাষায় কবিতা লিখেছেন। সব আঞ্চলিক ভাষাকেই সম্মান জানায় রাজ্য সরকার। বর্তমান সরকারের আমলে জঙ্গলমহলে (Jungle Mahal) অনেক উন্নতি হয়েছে। এবার ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে চলতি বছর থেকেই কুড়মালি ভাষায় এম এ (MA) করতে পারবেন পড়ুয়ারা। আর এই খবর জানতে পেরে অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে সেই খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান,  এই কোর্সটি করতে ইচ্ছুক পড়ুয়ার সংখ্যা যথেষ্ট উল্লেখযোগ্য। আর সেকারণেই আমরা আসন সংখ্যা ৫০-এ নিয়ে যাচ্ছি। উল্লেখ্য, কয়েকমাস আগেই পুরুলিয়ায় গিয়ে মমতা জানান, কুড়মালি ভাষাতেও তাঁর কবিতা রয়েছে। কুড়মিদের দীর্ঘদিনের দাবি, এ রাজ্যে স্কুল ও কলেজস্তরে কুড়মালি ভাষায় পঠনপাঠন চালু হোক। জঙ্গলমহলের ৪২ শতাংশ মানুষের ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ারও দাবি তোলে কুড়মি সংগঠনগুলি। আর তারপরই মুখ্যমন্ত্রী সেই ভাষার স্বীকৃতি দেন। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তীসগড় ও অসমে বসবাসকারী কুড়মালিভাষীর সংখ্যা প্রায় দেড় কোটি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৩৫ লক্ষ কুড়মি রয়েছেন। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার পাশাপাশি, দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দুই দিনাজপুরেও কুড়মিভাষীরা রয়েছেন। জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বসবাসকারী মোট জন সংখ্যার ৪২ শতাংশ মানুষ কুড়মালি ভাষায় কথা বলেন।

 

 

 

 

Related articles

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...
Exit mobile version