Saturday, August 23, 2025

শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক নজির, সঙ্গে ম‍্যাচের সেরা, লঙ্কানদের উড়িয়ে কী বললেন মহম্মদ শামি?

Date:

বিশ্বকাপে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় পায় ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের ৩০২ রানে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামির পাঁচ উইকেট। পাঁচ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। আর এই নেওয়ার পাশাপাশি নজির গড়লেন শামি।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ শামি। এর সুবাদে টপকে গেলেন জাহির খান এবং জভাগাল শ্রীনাথকে। বিশ্বকাপের মঞ্চে ৪৫টি উইকেট নিয়ে ফেললেন তিনি। এছাড়াও একদিনের ক্রিকেটে দ্বিতীয় বার টানা তিনটি ম্যাচে চার উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। এর আগে পাকিস্তানের ওয়াকার ইউনিস এই কীর্তি গড়েছিলেন। এছাড়াও বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শামি। তিনি ছুঁয়ে ফেললেন মিচেল স্টার্ককে।

এদিকে এদিন পাঁচ উইকেট নেওয়ায় ম‍্যাচের সেরা হন শামি। নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলার বোলার। ম‍্যাচের সেরার পুরস্কার নিতে এসে শামি বলেন,”আমি সব সময় চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। সব সময় ছন্দে থাকতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তার জন্যে সঠিক এলাকা এবং নির্দিষ্ট লেংথে বল করাই আমার মূল লক্ষ্য থাকে। তাছাড়া, সাদা বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখাই আসল। ঠিক জায়গায় বল করলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” এরপর শামি আরও বলেন,” আমাদের বোলারেরাও দারুণ ছন্দে রয়েছে। পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। যে ছন্দের মধ্যে আমরা রয়েছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। তার চেয়েও বড় কথা, একটা একতা নিয়ে বল করছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

আরও পড়ুন:ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচের টিকিট নিয়ে হাহাকার, চলছে বিক্ষোভ, মুখ খুললেন মহারাজ

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version